PMJAY: চিকিৎসায় মিলবে সরকারি সাহায্য, বাড়ি বসেই বানান গোটা পরিবারের Digital Health Card

গোটা দেশবাসীর স্বাস্থ্যসুরক্ষার কথা মাথায় রেখে ভারত সরকার আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের আওতায় ডিজিটাল হেল্থ কার্ড ২০২২ (Digital Health Card 2022) উদ্যোগ চালু করেছে। এই…

গোটা দেশবাসীর স্বাস্থ্যসুরক্ষার কথা মাথায় রেখে ভারত সরকার আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের আওতায় ডিজিটাল হেল্থ কার্ড ২০২২ (Digital Health Card 2022) উদ্যোগ চালু করেছে। এই ডিজিটাল কার্ডে সব নাগরিকের স্বাস্থ্য সম্পর্কিত চিকিৎসার ইতিহাস নথিবদ্ধ থাকবে। পাশাপাশি, এই কার্ডের মাধ্যমে চিকিৎসাক্ষেত্রে সরকারি সাহায্যও পাওয়া যাবে। কেন্দ্রের ঘোষণা অনুযায়ী, এই ডিজিটাল কার্ডের সাহায্যে মানুষ সারা দেশের নির্বাচিত হাসপাতালে সাশ্রয়ী মূল্যে এমনকি বিনামূল্যেও চিকিৎসা করাতে পারবেন; উপরন্তু, রোগীকে শারীরিকভাবে তার মেডিকেল রেকর্ড বহন করতে হবে না। তদুপরি, সরকারের তরফে একথাও জানানো হয়েছে যে, গ্রাহকরা চাইলে যেকোনো সময়ে এই কার্ডে মজুত থাকা হেল্থ রেকর্ড ডিলিটও করে ফেলতে পারবেন। উল্লেখ্য যে, এই কার্ড হাতে পেতে হলে ইউজারদেরকে নিজেদের নাম হেল্থ আইডি পোর্টালে রেজিস্টার করতে হবে।

প্রসঙ্গত জানিয়ে রাখি, ডিজিটাল হেল্থ কার্ডের জন্য রেজিস্টার করতে হলে নাগরিকদের কাছে অবশ্যই আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ডের সাথে সংযুক্ত মোবাইল নম্বর, জন্ম শংসাপত্রের অনুলিপি এবং ঠিকানার প্রমাণপত্র থাকতে হবে। এছাড়া, ইউজাররা তাদের আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে ডিজিটাল হেল্থ কার্ড রেজিষ্ট্রেশন ফর্ম ২০২২ ফিলআপ করার মাধ্যমে তাদের ডিজিটাল হেল্থ কার্ড ২০২২-এর জন্য অনলাইনে আবেদন করতে পারেন। সঠিকভাবে আবেদনপর্ব সম্পন্ন হলে তারা ঘরে বসেই এবিএইচএ (ABHA) ডিজিটাল হেল্থ কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে চলুন, ঘরে বসে ডিজিটাল হেল্থ কার্ড হাতে পাওয়ার গোটা প্রক্রিয়াটি ধাপে ধাপে একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Digital Health Card হাতে পেতে গেলে কী করতে হবে?

১. হেল্থ আইডি পোর্টাল (https://healthid.ndhm.gov.in/)-এ যান।

২. ‘ক্রিয়েট এবিএইচএ নম্বর’ (Create ABHA Number) বাটনে ক্লিক করুন।

৩. আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্সের মধ্যে থেকে যেকোনো একটি বিকল্প নির্বাচন করুন এবং তারপর ‘নেক্সট’ (Next) বাটনে ক্লিক করুন।

৪. এবার আপনার আধার কার্ড নম্বর বা ড্রাইভিং লাইসেন্স নম্বরটি এন্টার করুন এবং তারপর আবার ‘নেক্সট’ বাটনে ক্লিক করুন।

৫. আপনার ফোনে আসা ওটিপি (OTP)-টি এন্টার করুন এবং তারপরে ‘নেক্সট’ বাটনে ক্লিক করুন। এর পরের পেজে আপনার নাম, ঠিকানা, ফোন নম্বরসহ যাবতীয় জরুরি ডিটেইলস সঠিকভাবে এন্টার করে আপনার প্রোফাইলটি সম্পূর্ণ করুন।

৬. এ পর্যন্ত বলা স্টেপগুলি সফলভাবে সম্পন্ন করলে আপনার ১৪ ডিজিটের ডিজিটাল হেলথ কার্ড (ABHA নম্বর) তৈরি হয়ে যাবে এবং আপনি ওয়েবসাইট থেকে হেলথ আইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন।

এই প্রসঙ্গে বলে রাখি, Ayushman Bharat PMJAY (আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা)-তে যোগ দেওয়ার জন্য অনেক বেসরকারি হাসপাতালকেও সরকারের তরফে অনুরোধ জানানো হয়েছে। এখনও পর্যন্ত, এই প্রকল্পের আওতায় ২৫,০০০টি হাসপাতালকে (বেসরকারি ও সরকারি উভয়) তালিকাভুক্ত করা হয়েছে, যার মধ্যে ৪২% বেসরকারি হাসপাতাল (১১,০০০টি)। সরকারের মতে, আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমা যোজনায় প্রায় ৫০ কোটি মানুষকে স্বাস্থ্যবীমার সুবিধা দেওয়া হবে এবং এর সুবাদে উপকৃত হবে প্রায় ১০ কোটি পরিবার; এক্ষেত্রে প্রকল্পের আওতায় প্রতিটি পরিবার ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবীমার সুবিধা পাবে। ফলে দুঃস্থ মানুষরাও খুব সহজেই জটিল রোগের চিকিৎসা করাতে পারবেন।