OnePlus 12: ওপ্পোর সাথে জুটি বেঁধে সেরা ক্যামেরা ফোন লঞ্চ করতে চলেছে ওয়ানপ্লাস

চীনা বাজারের জন্য OnePlus 12-এর লঞ্চের তারিখ ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। কোম্পানিটি আগামী ৫ ডিসেম্বর তাদের হোম মার্কেটে এটিকে উন্মোচন করবে। এদিকে, গ্লোবাল মার্কেটে আসার ইঙ্গিত দিয়ে ফোনটির একটি মাইক্রোসাইট ওয়ানপ্লাসের গ্লোবাল ওয়েবসাইটে লাইভ হয়েছে। ওয়ানপ্লাস চায়না-এর প্রেসিডেন্ট লি জিয়ে বর্তমানে আসন্ন OnePlus 12-এর বিশেষত্বগুলির প্রতি ক্রেতাদের আকর্ষিত করতে আসরে নেমেছেন। তিনি এই হ্যান্ডসেটের ক্যামেরা সিস্টেমকে বাজারের সেরাগুলির মধ্যে অন্যতম বলে মনে করছেন। তার মতে, শ্রেষ্ঠ হওয়ার লক্ষ্য অর্জনের জন্য ফোনে অবশ্যই হাই-এন্ড হার্ডওয়্যার এবং সফ্টওয়্যার সলিউশন থাকতে হবে এবং ওয়ানপ্লাস সেই অনুযায়ী তাদের নতুন ফ্ল্যাগশিপের ওপর কাজ করেছে। আর এখন একটি সূত্রে জানা গেছে যে, হার্ডওয়্যার ও সফ্টওয়্যারকে সম্পূর্ণরূপে সজ্জিত করার উদ্দেশ্যে কোম্পানি OnePlus 12-এর জন্য সহযোগী প্রতিষ্ঠান ওপ্পো (Oppo)-র ফ্ল্যাগশিপ Find সিরিজের ইমেজিং টিমের সাথে একত্রে কাজ করেছে।

OnePlus 12 কোম্পানির ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ইমেজিং ফ্ল্যাগশিপ হতে পারে

আগেই উল্লেখ করা হয়েছে, ওয়ানপ্লাস ১২ ট্রিপল ক্যামেরা সেটআপ সহ নতুন প্রজন্মের “সুপার লাইট এবং শ্যাডো ইমেজিং সিস্টেম” সহ আসবে। এছাড়াও, ওয়ানপ্লাস আগের প্রজন্মের মতোই হ্যাসেলব্লাড (Hasselblad)-এর সাথে তাদের পার্টনারশিপ অব্যাহত রেখেছে। উন্নততর ফটোগ্রাফি ফিচার সমৃদ্ধ এই ডিভাইসটিকে লি জেই তাই ক্যামেরা বিভাগে তার প্রো-লেভেল ফ্ল্যাগশিপ প্রতিযোগীদের পরাজিত করার জন্য যথেষ্ট শক্তিশালী বলে মনে করেন।

ক্যামেরা হার্ডওয়্যারের ক্ষেত্রে, ওয়ানপ্লাস ১২ একটি উন্নত পেরিস্কোপ টেলিফটোর সেন্সরের সাথে যুক্ত নতুন সনি এলওয়াইটি-৮০৮ সেন্সর অফার করবে, যা ব্যয়বহুল হলেও, উৎকৃষ্ট গুণমানের ছবি অফার করবে। লি জিয়ে আল্ট্রাওয়াইড মডিউল সম্পর্কে কোনও সুনির্দিষ্ট তথ্য শেয়ার করেননি, তবে এক্ষেত্রেও উন্নতি দেখা যাবে বলে জানিয়েছেন।

তিনি স্মার্টফোনের ফর্ম ফ্যাক্টরের মধ্যে একটি ক্যামেরা সিস্টেমে কম্পিউটেশনাল প্রসেসিংয়ের গুরুত্বের কথাও উল্লেখ করেছেন। তিনি বলেন যে, ফোন তার ক্ষুদ্র আকার এবং কম আলো-ক্যাপচারিং ক্ষমতার কারণে অপটিক্সের ওপর পুরোপুরি নির্ভর করতে পারে না। সম্ভবত, ওয়ানপ্লাসের আসন্ন ফ্ল্যাগশিপটিতে সফ্টওয়্যার দিকটিতেও উল্লেখযোগ্য আপগ্রেড দেখা যাবে।

ইমেজ প্রসেসিং সফ্টওয়্যারের ক্ষেত্রে, OnePlus 12 Oppo Find সিরিজের মূল অ্যালগরিদম ব্যবহার করবে। এছাড়াও ডিসপ্লে প্রযুক্তির পরিপ্রেক্ষিতে, ফোনটি একটি এক্সক্লুসিভ সেল্ফ-ডেভেলপ করা “সুপার লাইট এবং শ্যাডো প্রোএক্সডিআর ডিসপ্লে”-এর সাথে আসবে, যা এর “ওরিয়েন্টাল স্ক্রিন”-এ ব্যবহার করা হবে। সংক্ষেপে বললে, OnePlus 12-এর ক্যামেরা সিস্টেমকে আলাদা করে তুলতে কোম্পানি হ্যাসেলব্লাড-এর সাথে পার্টনারশিপের পাশাপাশি Oppo Find সিরিজের ইমেজিং টিমের সাথে কাজ করছে।