১০ হাজার টাকার কমে লঞ্চ হল Alcatel 1 (2021) ও Alcatel 1L Pro, স্পেসিফিকেশন জেনে নিন

TCL মালিকানাধীন ব্র্যান্ড Alcatel, দু’টি নতুন এন্ট্রি লেভেল বাজেট স্মার্টফোন লঞ্চ করল। যার নাম Alcatel 1 (2021) ও Alcatel 1L Pro। স্মার্টফোন দু’টি কোয়াড কোর…

TCL মালিকানাধীন ব্র্যান্ড Alcatel, দু’টি নতুন এন্ট্রি লেভেল বাজেট স্মার্টফোন লঞ্চ করল। যার নাম Alcatel 1 (2021) ও Alcatel 1L Pro। স্মার্টফোন দু’টি কোয়াড কোর প্রসেসর এবং Android 11 গো এডিশনের সাথে এসেছে। এছাড়াও Alcatel 1 (2021) ও Alcatel 1L Pro ফোন দুটিতে পাওয়া যাবে মাইক্রো এসডি কার্ড স্লট। আসুন ফোন দুটির স্পেসিফিকেশন ও দাম জেনে নেওয়া যাক।

Alcatel 1 (2021) স্পেসিফিকেশন ও দাম

অ্যালকাটেল ১ (২০২১) স্মার্টফোনে ৫ ইঞ্চি ডিসপ্লে আছে, যার আসপেক্ট রেশিও ১৮:৯ এবং স্ক্রিন টু বডি রেশিও ৭৮ শতাংশ। মিডিয়াটেকের কোয়াড কোর প্রসেসর ফোনে ব্যবহার করা হয়েছে। সেইসঙ্গে রয়েছে ১ জিবি র‌্যাম ও ১৬ জিবি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ৩২ জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে।

অ্যালকাটেল ১ (২০২১) এর পিছনে ৮ মেগাপিক্সেল ও সামনে ২ মেগাপিক্সেল ক্যামেরা আছে। এতে ২,০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে, ৪জি নেটওয়ার্কে যা ৮ ঘন্টার টকটাইম দেবে।

Alcatel 1 (2021) এর দাম ৫৯ ইউরো, ভারতীয় মুদ্রায় যা ৫,৩০০ টাকার সমান। এআই অ্যাকোয়া ও ভলক্যানো ব্ল্যাক কালারে ফোনটি উপলব্ধ। লাতিন আমেরিকা এবং ইউরোপে আগস্ট থেকে অ্যালকাটেল ১ এর বিক্রি শুরু হবে।

Alcatel 1L Pro স্পেসিফিকেশন ও দাম

অ্যালকাটেল ১এল প্রো স্মার্টফোনে ৬.১ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে আছে, যার আসপেক্ট রেশিও ১৮:৫:৯ এবং স্ক্রিন টু বডি রেশিও ৮৪ শতাংশ। অক্টা কোর প্রসেসর (কোম্পানির নাম অজানা) ফোনে ব্যবহার করা হয়েছে। সেইসঙ্গে রয়েছে ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে স্টোরেজ ১২৮ জিবি পর্যন্ত এক্সপ্যান্ড করা যাবে।

ফটোগ্রাফির জন্য অ্যালকাটেল ১এল প্রো ১৩ মেগাপিক্সেল মেইন + ২ মেগাপিক্সেল ডেপ্থ ক্যামেরার সাথে এসেছে। ফোনে ৫ মেগাপপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৩,০০০ এমএএইচ ব্যাটারি আছে। অ্যালকাটেল ১এল প্রো এর ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপলব্ধ।

Alcatel 1L Pro এর দাম রাখা হয়েছে ১২৭ ডলার, যা প্রায় ৯,৫০০ টাকার সমান। ফোনটি পাওয়ার গ্রে ও টুইলাইট ব্লু কালারে পাওয়া যাবে। ফোনটির সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন