ট্রু ওয়্যারলেস ইয়ারফোন খুঁজছেন? সস্তায় হাজির Amani ASP i12

ভারতে নতুন আরেকটি ট্রু ওয়্যারলেস ইয়ারবাডের আত্মপ্রকাশ। মোবাইল অ্যাক্সেসরিজ এবং লাইফস্টাইল প্রোডাক্ট প্রস্তুতকারী সংস্থা Amani mart নিয়ে আসলো তাদের নতুন Amani ASP i12 ট্রু ওয়্যারলেস…

ভারতে নতুন আরেকটি ট্রু ওয়্যারলেস ইয়ারবাডের আত্মপ্রকাশ। মোবাইল অ্যাক্সেসরিজ এবং লাইফস্টাইল প্রোডাক্ট প্রস্তুতকারী সংস্থা Amani mart নিয়ে আসলো তাদের নতুন Amani ASP i12 ট্রু ওয়্যারলেস ইয়ারবাড। দ্রুত কানেকটিভিটির জন্য এতে ব্যবহৃত হয়েছে ব্লুটুথ ৫.১। সাথে রয়েছে নয়েজ ক্যানসেলিং এবং নয়েজ আইসোলেশন ফিচার। সংস্থার দাবি, এটি ৮ ঘন্টা পর্যন্ত মিউজিক টাইম অফার করতে সক্ষম। চলুন দেখে নেওয়া যাক Amani ASP i12 ট্রু ওয়্যারলেস ইয়ারবাডের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Amani ASP i12 ট্রু ওয়্যারলেস ইয়ারবাডের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে আমানি এএসপি আই ১২ ট্রু ওয়্যারলেস ইয়ারবাডের প্রারম্ভিক দাম রাখা হয়েছে ১,৭৯৯ টাকা। সংস্থার নিজস্ব ওয়েবসাইট ছাড়াও ডিলারদের কাছ থেকে কিনতে পাওয়া যাচ্ছে এই ইয়ারবাড। কেবলমাত্র হোয়াইট কালারে ইয়ারবাডটি এখন উপলব্ধ ।

Amani ASP i12 ট্রু ওয়্যারলেস ইয়ারবাডের স্পেসিফিকেশন

যাতে সহজেই ছোট ব্যাগ কিংবা পকেটের ঢুকে যায় তার জন্য কম্প্যাক্ট ডিজাইনের সাথে এসেছে নতুন আমানি এএসপি আই ১২ ট্রু ওয়্যারলেস ইয়ারবাড। তবে শুধু ডিজাইনগতভাবেই ছোট তা নয়, এটি হালকাও বটে। দ্রুত সংযোগের জন্য এতে ব্যবহৃত হয়েছে ব্লুটুথ ৫.১, যা ১০ মিটার রেঞ্জ পর্যন্ত কাজ করবে। এমনকি এক্সেসাইজ, ওয়াকিং কিংবা ট্রাভেলিংয়ের সময়ও এর কানেক্টিভিটি বজায় থাকবে। এখানে জানিয়ে রাখি, ইয়ারফোনটির চার্জিং কেস খুলে স্ক্রিনের উপর একবার টাচ করলে এটি স্বয়ংক্রিয়ভাবে নিকটবর্তী স্মার্টফোন কিংবা বিটি ডিভাইসের সঙ্গে যুক্ত হয়ে যাবে।

অন্যদিকে, এর ডায়নামিক সাউন্ড সিস্টেম শক্তিশালী বেস এবং তীক্ষ্ণ মিউজিক কোয়ালিটি উৎপন্ন করতে সক্ষম। উপরন্তু ভয়েস কল এবং প্লেব্যাক কন্ট্রোলের জন্য এটি স্মার্ট টাচ সাপোর্ট করবে। শুধু তাই নয়, জল এবং ধুলো থেকে সুরক্ষা দিতে একটি আইপিএক্স৬ রেটিং প্রাপ্ত।

তদুপরি, আমানি এএসপি আই ১২ ট্রু ওয়্যারলেস ইয়ারবাড নয়েজ আইসোলেশন ও নয়েজ ক্যানসেলিং ফিচারের সাথে এসেছে। এছাড়া এতে রয়েছে হাইফাই স্টেরিও সাউন্ড পারফরম্যান্সের ক্ষমতা। এমনকি Amani ASP i12 ট্রু ওয়্যারলেস ইয়ারবাডে ব্যবহার করা হয়েছে এক্সক্লুসিভ পাওয়ার ম্যানেজমেন্ট টেকনোলজি। পরিশেষে জানাই, নতুন ইয়ারফোনটি মাত্র এক ঘণ্টায় পুরোপুরি চার্জ হয়ে যাবে এবং একবার চার্জে এটি ৮ ঘণ্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক টাইম ২৬০ ঘণ্টা পর্যন্ত স্ট্যান্ডবাই টাইমঅফার করতে সক্ষম। এর জন্য এর প্রত্যেকটি ইয়ারবাডে ব্যবহৃত হয়েছে ৫০ এমএএইচ ব্যাটারি এবং এর চার্জিং কেসে রয়েছে ৪০০ এমএএইচ ইনবিল্ট ব্যাটারি।