Xiaomi 12 সিরিজের সাথে আজ বিশ্ব বাজারে লঞ্চ হচ্ছে Xiaomi Buds 3T Pro ইয়ারফোন

আজ অর্থাৎ ১৫ মার্চ অনুষ্ঠিত হতে চলেছে শাওমি গ্লোবাল লঞ্চ ইভেন্ট। এখানে Xiaomi 12 সিরিজের ফ্ল্যাগশিপ ফোন এবং Xiaomi Watch S1 Active স্মার্টওয়াচ লঞ্চ করার করার কথা আগেই ঘোষণা করেছে সংস্থাটি। তবে এখন জানা যাচ্ছে, এই ইভেন্টে আত্মপ্রকাশ করতে চলেছে সংস্থার নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড, যার নাম Xiaomi Buds 3T Pro। লঞ্চের ঠিক আগে অনলাইন রিটেল সাইট GreaTecno -তে আপকামিং ইয়ারবাডটির ছবি এবং স্পেসিফিকেশন লিক হয়েছে। চলুন Xiaomi Buds 3T Pro ইয়ারফোনটি সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

Xiaomi Buds 3T Pro ইয়ারফোনটির দাম ও লভ্যতা ( সম্ভাব্য )

GreaTecno সাইটের রিপোর্ট অনুযায়ী, ইউরোপীয় বাজারে শাওমি বাডস ৩টি প্রো ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাডটির দাম ধার্য করা হবে ১২৭.৫৬ ইউরো ( প্রায় ১০,৬৯০ টাকা)। ইয়ারবাডটির সাথে প্যাকেজে থাকছে একটি চার্জিং কেস, একটি কেবল, তিন জোড়া ইয়ারটিপ এবং একটি ইউজার ম্যানুয়াল।

Xiaomi Buds 3T Pro ইয়ারফোনটির ফিচার ও স্পেসিফিকেশন (সম্ভাব্য)

আসন্ন শাওমি বাডস ৩টি প্রো ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাডটি ইন-ইয়ার ডিজাইন এবং ব্ল্যাক ও হোয়াইট কালারের চার্জিং কেসের সাথে আসছে। এতে ব্যবহৃত হয়েছে ১০ এমএম ডুয়াল ড্রাইভার। এছাড়া এটি ৪০ ডেসিবেল পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার সাপোর্ট করবে।

অন্যদিকে, পাওয়ার ব্যাকআপের জন্য ইউজাররা এতে পাবেন ৩৮এমএএইচ ব্যাটারি, যা এএনসি ফিচার ছাড়া ৬ ঘণ্টা একটানা প্লেব্যাক টাইম অফার করতে সক্ষম। আবার চার্জিং কেস সমেত এটি ২৪ ঘন্টা ব্যাটারি লাইফ অফার করতে পারবে বলে মনে করা হচ্ছে। এমনকি ইয়ারবাডটি ওয়ার্ড এবং ওয়ারলেস উভয় চার্জিং সিস্টেম সাপোর্ট করবে। তবে তারের মাধ্যমে এটিকে পুরোপুরি চার্জ দিতে ৭০ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে।

তদুপরি, কানেক্টিভিটির জন্য এতে ব্লুটুথ ৫.২ অপশন দেওয়া হবে। সাথে থাকবে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট, স্পেশিয়াল অডিও, ট্রান্সপারেন্সি মোড, গেম মোড, এলএইচডিসি ৪.০ কোডেক। পরিশেষে জানাই, Xiaomi Buds 3T Pro ইয়ারফোনটি IP55 রেটিংসহ আসছে।