দ্রুত চার্জের সাথে দীর্ঘক্ষণ ব্যাটারি থাকবে, Apple iPhone 16 সিরিজে পাবেন বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি প্রযুক্তি

আর মাত্র দু’মাসের অপেক্ষা, তারপরই লঞ্চ হবে বহুল প্রতীক্ষিত Apple iPhone 15 সিরিজ। আর লঞ্চের সময় যত এগিয়ে আসছে তত নতুন নতুন তথ্য সামনে আসছে।…

আর মাত্র দু’মাসের অপেক্ষা, তারপরই লঞ্চ হবে বহুল প্রতীক্ষিত Apple iPhone 15 সিরিজ। আর লঞ্চের সময় যত এগিয়ে আসছে তত নতুন নতুন তথ্য সামনে আসছে। তবে এই সিরিজের পাশাপাশি আগামী বছরে অর্থাৎ, ২০২৪ সালে আত্মপ্রকাশ করতে চলা iPhone 16 সিরিজের ফিচারও ফাঁস হতে চলেছে। মাইক্রোব্লগিং সাইট টুইটারে টিপস্টার আরজিক্লাউডএস (RGcloudS) হালফিলে একটি টুইট করে দাবি করেছেন যে, টেক জায়ান্ট Apple তাদের ১৬তম আইফোন লাইনআপকে আরও উন্নত স্ট্যাকড ব্যাটারি প্রযুক্তির (stacked battery technology) সাথে নিয়ে আসতে পারে। জানিয়ে রাখি, এই প্রযুক্তি বিশেষত বৈদ্যুতিক গাড়ির জন্য চালু করা হয়েছিল।

Apple iPhone 16 সিরিজ স্ট্যাকড ব্যাটারি প্রযুক্তির সমর্থন সহ লঞ্চ হতে পারে

টিপস্টার আরজিক্লাউডএস (RGcloudS) পূর্বে দাবি করেছিলেন যে, অ্যাপল চলতি বছরে লঞ্চ হতে চলা তাদের লেটেস্ট আইফোন ১৫ সিরিজে স্ট্যাকড ব্যাটারি টেকনোলজি ব্যবহার করতে পারে। সাথে তিনি আরও জানিয়েছিলেন যে, আলোচ্য সিরিজে ৪০ ওয়াট ওয়্যারড এবং ২০ ওয়াট ম্যাগসেফ (MagSafe) ওয়্যারলেস চার্জিং সমর্থন করবে। যথারীতি এই খবর সামনে আসতেই অ্যাপল অনুরাগীরা যথেষ্ট আনন্দিত হয়েছিল। কেননা বছরের পর বছর ধরে দুর্বল ব্যাটারি ব্যাকআপ এবং ধীর চার্জিংয়ের সমস্যা যে আইফোন ইউজারদের নাজেহাল করে এসেছে, তা কারোরই অজানা নেই।

কিন্তু কিছু সময় যেতেই অ্যাপল প্রেমীদের এই আনন্দ একপ্রকার মাটি হয়ে যায়। কেন না সম্প্রতি টিপস্টারকে তার এই পোস্টটি সংশোধন করতে দেখা গেছে। যেখানে তিনি প্রদত্ত তথ্যের ভুল শুধরে নিয়ে বলেন যে, অ্যাপল তাদের আইফোন ১৫ সিরিজে নয় বরং আইফোন ১৬ লাইনআপের সাথে স্ট্যাকড ব্যাটারি প্রযুক্তি অফার করবে। টিপস্টার দাবি করে যে, তিনি ১০০% নিশ্চিত যে উল্লেখিত প্রযুক্তিগুলিকে পরের বছর আইফোন ১৬ সিরিজের সঙ্গেই ঘোষণা করা হবে।

যদি এই খবর প্রকৃতপক্ষেই সত্যি হয়, তবে Apple iPhone 16 সিরিজের ডিভাইসগুলিতে চার্জিংয়ের সময় তাপ-নির্গমন জনিত সমস্যা তুলনায় কম দেখা দেবে। একই সাথে সামগ্রিকভাবে ব্যাটারি লাইফও উন্নত হবে।

জানিয়ে রাখি, রেগুলার উইন্ডিং ব্যাটারিতে পজিটিভ এবং নেগেটিভ ইলেক্ট্রোড স্ট্রিপগুলিকে গুলিয়ে রাখা হয়। বিপরীতে, স্ট্যাকড ব্যাটারি ডিজাইনে পজিটিভ এবং নেগেটিভ ইলেক্ট্রোড স্ট্রিপগুলি জিগজ্যাগ প্যাটার্নে ফোল্ড বা ভাঁজ করা থাকে। আর এরূপ বিশেষ প্যাটার্নের কারণেই স্ট্যাকড ব্যাটারিতে ইলেক্ট্রোড স্ট্রিপগুলি অনেক কম জায়গা নিয়ে অবস্থান করতে পারে। যার দরুন আরো অধিক পাওয়ার ক্যাপাসিটি প্রদানের জন্য বেশি মেটেরিয়াল ব্যবহার করা সম্ভব হয়। নিচে দেওয়া ছবি দেখলেই আপনাদের কাছে বিষয়টি আরো স্পষ্ট হয়ে যাবে…

Apple, Apple Iphone, Apple Iphone 16, Apple Iphone 16 Battery, Apple Iphone 16 Camera, Apple Iphone 16 Features, Iphone

এছাড়া, স্ট্যাকড ব্যাটারির আয়ু আরো দীর্ঘমেয়াদি হয়। সর্বোপরি স্ট্যাকড ব্যাটারির আরেকটি উল্লেখযোগ্য সুবিধা হল, এটি উচ্চ হারে চার্জ এবং ডিসচার্জ হয়। ফলে আগামী বছর যদি আইফোন ১৬ সিরিজে আলোচ্য প্রযুক্তি উপলব্ধ করা হয়, তবে নিশ্চিতভাবে ফাস্ট চার্জিং বৈশিষ্ট্যের সুবিধা মিলবে ডিভাইসগুলিতে।