দূর থেকে iPhone, কাছে এলে Redmi! ভারতে এমনই বিদঘুটে স্মার্টফোন আনছে Xiaomi

রেডমি গত মাসে থাইল্যান্ডের বাজারে Redmi 12 স্মার্টফোনটি লঞ্চ করেছে। বর্তমানে শাওমি (Xiaomi)-এর সাব ব্র্যান্ডটি ভারতীয় বাজারে তাদের নম্বর সিরিজের এই লেটেস্ট হ্যান্ডসেটটি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি এদেশে তাদের নবম বার্ষিকী উদযাপন করছে। আর সেই উপলক্ষে তারা একটি নতুন মার্কেটিং ক্যাম্পেইন চালু করেছে, যেখানে আপকামিং Redmi 12-এর আগমনের বিষয়ে ইতিমধ্যেই টিজ করা হয়েছে। আর এবার সোশ্যাল মিডিয়ায় রেডমির পক্ষ থেকে একটি নতুন প্রোমোশনাল ভিডিও শেয়ার করা হয়েছে, যা Redmi 12-এর লঞ্চের ইঙ্গিত দিয়েছে।

Redmi 12 খুব শীঘ্রই পা রাখতে চলেছে ভারতীয় মার্কেটে

রেডমি ইন্ডিয়া তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে একটি টিজার ভিডিও শেয়ার করেছে। ভিডিওটি একটি নামহীন ডিভাইসকে দেখিয়েছে। তবে, এটি থেকে হ্যান্ডসেটটির যে সামান্য আভাস পাওয়া যাচ্ছে, তা স্পষ্ট করে দেয় যে এটি আসলে রেডমি ১২। জানিয়ে রাখি, স্মার্টফোন মডেলটি ইতিমধ্যেই থাইল্যান্ড সহ বিশ্বের কিছু মার্কেটে লঞ্চ করা হয়েছে। তাই, এর বাহ্যিক ডিজাইন বা বৈশিষ্ট্যগুলি আর গোপন নেই।

আইফোন ১১ প্রো-র মতো দেখতে রেডমি ১২-এ লম্বা ৬.৭৯ ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল রয়েছে, যা ফুলএইচডি+ রেজোলিউশন, ৫৫০ নিট পিক ব্রাইটনেস এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর দ্বারা চালিত, যা সর্বোচ্চ ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত রয়েছে। যদিও, এই স্টোরেজ কনফিগারেশনটি বিশেষভাবে থাইল্যান্ডে উপলব্ধ রয়েছে। তবে, একই ভ্যারিয়েন্ট ভারতেও আসবে বলে অনুমান করা হচ্ছে। এছাড়াও, টিজারে পোলার সিলভার কালার অপশনটিকে দেখানো যা আগে থাইল্যান্ডেও উন্মোচিত হয়েছে।

Redmi 12-এর অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, একটি ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম ভিত্তিক এমআইএমআই ১৪ (MIUI 14) কাস্টম স্কিন, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, আইপি৫৩ (IP53) রেটিং এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি। আশা করা হচ্ছে কোম্পানির তরফে খুব শীঘ্রই প্রকাশের তারিখের পাশাপাশি Redmi 12-এর লঞ্চ সংক্রান্ত আরও তথ্য নিশ্চিত করা হবে।