শীতঘুম কাটিয়ে 64MP ক্যামেরার নতুন ফোন আনছে Coolpad, থাকবে 256GB স্টোরেজ

গত জুন মাসে শেষ ফোন লঞ্চ করেছিল কুলপ্যাড (Coolpad)। ক’মাস পর এবার তারা আরেকটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। আর এখন CP15 মডেল…

গত জুন মাসে শেষ ফোন লঞ্চ করেছিল কুলপ্যাড (Coolpad)। ক’মাস পর এবার তারা আরেকটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। আর এখন CP15 মডেল নম্বর সহ ব্র্যান্ডের একটি অজানা ডিভাইস চীনের টেনা (TENAA) সার্টিফিকেশন সাইটের উপস্থিত হয়েছে। যথারীতি, এই সার্টিফিকেশনটি আপকামিং কুলপ্যাড হ্যান্ডসেটটির ডিজাইন সহ এর মূল বৈশিষ্ট্যগুলি প্রকাশ করেছে। চলুন তাহলে এগুলি সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।

Coolpad-এর আসন্ন স্মার্টফোনকে দেখা গেল TENAA-এর সাইটে

গত বছর মে মাসের লঞ্চ হওয়া কুলপ্যাড কুল ২০ সিরিজে তিনটি মডেল এসেছিল, এগুলি হল কুল ২০, কুল ২০ প্রো এবং কুল ২০এস। আর এই ফোনগুলির মডেল নম্বরগুলি যথাক্রমে CP03, CP05, এবং CP07৷ তাই অনুমান, CP15 মডেল নম্বর সহ এই নতুন কুলপ্যাড স্মার্টফোনটি সম্ভবত কুল ৩০ প্রো হিসেবে বাজারে আসবে। তবে, এটা এখনও নিশ্চিতভাবে বলা যায় না, কারণ ব্র্যান্ডটি এখনও আনুষ্ঠানিকভাবে এই ডিভাইসটির লঞ্চের বিষয়ে কোনও তথ্য প্রকাশ করেনি।

টেনা সাইটে প্রদর্শিত ছবি অনুসারে, আসন্ন কুলপ্যাড সিপি১৫-তে শাওমি এমআই১১ অনুপ্রাণিত ডিজাইন দেখা যাবে৷ এমনকি, এটি এমআই ১১-এর মতো হরিজন ব্লু কালার অপশনেও আসতে পারে৷ আবার স্পেসিফিকেশনের ক্ষেত্রে, হ্যান্ডসেটটিতে ২,৩৮৮ x ১,০৮০ পিক্সেলের ফুল-এইচডি+ রেজোলিউশন সহ ৬.৭ ইঞ্চির টিএফটি এলসিডি ডিসপ্লে থাকবে। এই স্ক্রিনটিতে সম্ভবত উচ্চ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। কুলপ্যাড সিপি১৫ ফোনে সর্বোচ্চ ২.৪ গিগাহার্টজ ক্লক স্পিডের অক্টা-কোর সিপিইউ সমন্বিত একটি অজানা চিপসেট থাকবে। এই চিপটি ৬ জিবি/৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি/২৫৬ জিবি স্টোরেজের সাথে যুক্ত হবে।

ফটোগ্রাফির জন্য, Coolpad CP15-এর রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সিস্টেম দেখা যাবে, যার মধ্যে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের সেন্সর থাকবে। আর সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। এছাড়া, নিরাপত্তার জন্য ডিভাইসটিতে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে। পাওয়ার ব্যাকআপের জন্য কুলপ্যাডের নতুন ফোনটিতে ৪,৪০০ এমএএইচ ব্যাটারি (রেটেড) ব্যবহার করা হবে। তবে, এর টিপিক্যাল ভ্যালু ৪,৫০০ এমএএইচ হওয়া উচিত।