কল রিসিভ ফিচার সহ Flix S12 Pro Talk স্মার্টওয়াচ সস্তায় লঞ্চ হল, শুরুতে পাবেন হাজার টাকা ছাড়

Beetel কোম্পানির অধীনস্ত Flix ব্র্যান্ড ভারতীয় বাজারে নিয়ে আসলো নতুন একটি স্মার্টওয়াচ, যার নাম, Flix S12 Pro Talk। স্মার্টওয়াচটি এইচডি ব্লুটুথ কলিং ফিচার সহ অপেক্ষাকৃত…

Beetel কোম্পানির অধীনস্ত Flix ব্র্যান্ড ভারতীয় বাজারে নিয়ে আসলো নতুন একটি স্মার্টওয়াচ, যার নাম, Flix S12 Pro Talk। স্মার্টওয়াচটি এইচডি ব্লুটুথ কলিং ফিচার সহ অপেক্ষাকৃত বড় ডিসপ্লে, মাল্টি স্পোর্টস মোড এবং একাধিক উন্নততর প্রযুক্তির সাথে এসেছে। কিন্তু তা সত্বেও ঘড়িটির দাম খুব বেশি না। চলুন দেখে নেওয়া যাক Flix S12 Pro Talk স্মার্টওয়াচের দাম, ও সমস্ত ফিচার।

Flix S12 Pro Talk স্মার্টওয়াচের দাম ও লভ্যতা

ভারতে ফ্লিক্স এস১২ প্রো টক স্মার্টওয়াচটির দাম ধার্য করা হয়েছে ৩,৯৯৯ টাকা। কিন্তু বর্তমানে প্রারম্ভিক অফারে এটি পাওয়া যাচ্ছে ২,৯৯৯ টাকায়। ই-কমার্স সাইট অ্যামাজন ছাড়াও বিটুবি ই-কমার্স প্ল্যাটফর্ম Udaan থেকে ক্রেতারা কিনতে পারবেন ওয়্যারেবলটি।

Flix S12 Pro Talk স্মার্টওয়াচের স্পেসিফিকেশন

মেটালের তৈরি ফ্লিক্স এস১২ প্রো টক স্মার্টওয়াচটির প্রিমিয়াম লুক দেওয়ার জন্য থাকছে কার্ভড স্কোয়ার ডিজাইনের সাথে চওড়া ১.৫৪ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, যার রেজোলিউশন ২৪০x২৪০ পিক্সেল। সংস্থার দাবি, একক চার্জে ঘড়িটিতে চার ঘণ্টা টানা কথা বলা যাবে এবং ২০ থেকে ২৫ দিন পর্যন্ত ঘড়িটি সক্রিয় থাকবে। শুধু তাই নয়, ফিটনেস অ্যাক্টিভিটির সাথে এতে রয়েছে একাধিক স্পোর্টস মোড।

অন্যদিকে, এইচডি সাউন্ড কোয়ালিটির সাথে হ্যান্ডস-ফ্রি টকিং এক্সপেরিয়েন্সের জন্য এতে পাওয়া যাবে ব্লুটুথ ভি৫.০। ব্যবহারকারী গাড়ি চালানোর সময় বা এক্সেসাইজ করার সময় এই ঘড়িটির মাধ্যমে তার স্মার্টফোনের আসা ইনকামিং কল দেখতে পাবেন তা নয়, ঘড়িটির মাধ্যমে কথাও বলতে পারবেন। এমনকি এতে পাওয়া যাবে ওয়ান টাচ আনসারিং পরিষেবা। যার মাধ্যমে একবার ঘড়িটিতে স্পর্শ করেই ব্যবহারকারী ফোন ধরতে পারবেন।

তদুপরি, ব্যবহারকারীর স্বাস্থ্যের খেয়াল রাখতে ফ্লিক্স এস১২ প্রো টক স্মার্টওয়াচে রয়েছে ব্লাড প্রেসার মনিটর এবং অ্যাংজাইটি দূর করতে একাধিক রিলাক্সেশন এবং ব্রিথিং টেকনিক। এছাড়া ঘড়িটির মাধ্যমে হার্ট রেট এবং রক্তের অক্সিজেন লেভেল নিরীক্ষণ করা সম্ভব। সাথে রয়েছে বডি টেম্পারেচার মনিটর। স্মার্টওয়াচটির অন্যান্য ফিচারের মধ্যে উল্লেখযোগ্য ক্যালরি বার্ন, স্টেপ কাউন্টার অর্থাৎ ব্যবহারকারী সারাদিনে কতটা রাস্তা অতিক্রম করলেন এবং কতটা ক্যালোরি বার্ন করলেন তা জানান দেবে ঘড়িটি।

তাছাড়াও Flix S12 Pro Talk স্মার্টওয়াচে পাওয়া যাবে একাধিক ওয়াচফেস। কুইক অ্যাক্সেস হানিকম মেনু সহ সংস্থার নিজস্ব অপারেটিং সিস্টেমে চালিত হবে ঘড়িটি। এখানে জানিয়ে রাখি, অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ডিভাইসের সাথেই যুক্ত হবে নতুন এই ওয়্যারেবলটি। বি ব্যান্ড অ্যাপের মাধ্যমে এটিকে চালনা করা যাবে। পরিশেষে জানিয়ে রাখি, জলের ছিটে এবং ধুলো থেকে সুরক্ষা দিতে ঘড়িটি আইপি৬৫ রেটিং সহ এসেছে।