Hero MotoCorp ও Ujjivan SFB গাটছড়া বাঁধল, বাইক-স্কুটার কিনতে পুরো টাকা দেবে

এবার গ্রাহকদের আরও সহজে টু-হুইলার কেনার সুবিধা দিতে উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক (Ujjivan SFB) এর সাথে গাঁটছড়া বাঁধলো হিরো মটোকর্প (Hero MotoCorp)। এই দুই সংস্থার পার্টনারশিপে লাভবান হবেন নিম্ন থেকে মধ্যবিত্ত সকল শ্রেণীর গ্রাহক। উল্লেখ্য, দেশের বৃহত্তম মোটরসাইকেল এবং স্কুটার প্রস্তুতকারী সংস্থা হল হিরো মটোকর্প আর নিজেদের বিক্রি আরও বাড়াতেই এই পদক্ষেপ নিয়েছে তারা।

উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক (এসএফবি) হিরোর মোটরসাইকেল ও স্কুটার কেনার পুরো টাকা দেবে। ফলে গ্রাহকদের দু’চাকার গাড়ি কেনার জন্য অর্থ নিয়ে আর কোনো মাথা ব্যথার কারণ থাকবে না। তবে অবশ্যই গ্রাহকদের লোন পরিশোধের ক্ষমতা বিচার করে দেখবে আর্থিক সংস্থাটি। ভারতের যে কোনো শহর, মফস্বল এবং গ্রামের উপভোক্তারাই এই সুবিধা গ্রহণ করতে পারবেন। আবার সহজ কিস্তিতে পরিশোধ করা যাবে এই লোন।

ভারতে সংস্থার ৬,০০০টি টাচপয়েন্ট থেকেই এই সুবিধা মিলবে বলে জানানো হয়েছে। এই প্রসঙ্গে উজ্জীবন এসএফবি-র বাণিজ্য আধিকারিক প্রধান মিস ক্যারোল (Ms Carol Furtado) বলেছেন, “ভারতের শহর এবং গ্রামাঞ্চলে আমাদের ব্যবসা দারুণভাবে ছড়িয়ে৷ যে কারণে হিরো মটোকর্প-এর গ্রাহকদের এই সুবিধা দেওয়া যাবে। আমাদের উদ্যোগ ভারতের নিম্ন মধ্যবিত্ত শ্রেণীকেও পছন্দমতো টু-হুইলার কিনতে লোনের ব্যবস্থা করে দেবে। আবার গ্রাহকরা আরও সহজ কিস্তিতে এই লোন পরিশোধ করতে পারবেন।”

অন্যদিকে এই জোট প্রসঙ্গে হিরো মোটোকর্প-এর ন্যাশনাল সেলস প্রধান আশুতোষ ভার্মা (Ashutosh Varma)-র বক্তব্য, “৬,০০০ কাস্টোমার টাচপয়েন্টের সাথে আমাদের দেশে বৃহত্তম এবং সবচেয়ে বিস্তৃত বিক্রয় নেটওয়ার্ক বর্তমান । উজ্জীবন এসএফবি-র সাথে এই জোট আমাদের আরও বিভিন্ন স্তরের নতুন গ্রাহকের কাছে পৌঁছতে সহায়তা করবে।”