Honor 90: পুজোর আগেই রাজকীয় কামব্যাক, 200MP ক্যামেরা দিয়ে ভারতে দুর্ধর্ষ ফোন লঞ্চ করবে অনর

কয়েকবছর আগে পর্যন্তও ভারতের স্মার্টফোন মার্কেটে অনর (Honor)-এর উপস্থিতি ধরার মতো ছিল। কিন্তু বিগত ক’বছরে ব্র্যান্ডটি দেশে কোনও নতুন ফোন লঞ্চ করেনি। যদিও ভারতে অনরের…

কয়েকবছর আগে পর্যন্তও ভারতের স্মার্টফোন মার্কেটে অনর (Honor)-এর উপস্থিতি ধরার মতো ছিল। কিন্তু বিগত ক’বছরে ব্র্যান্ডটি দেশে কোনও নতুন ফোন লঞ্চ করেনি। যদিও ভারতে অনরের প্রত্যাবর্তন নিয়ে টেক দুনিয়া সরগরম হয়ে উঠেছে। শোনা যাচ্ছে, কোম্পানির ভারতীয় শাখার প্রধান পদে রিয়েলমি ইন্ডিয়ার প্রাক্তন সিইও মাধব শেঠ যোগদান করতে চলেছেন। ব্র্যান্ডের দ্বিতীয় ইনিংসের প্রথম প্রোডাক্ট হিসাবে Honor 90 লঞ্চ হবে বলে খবর। এবার একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ৫০,০০০ টাকার কমে Honor 90 লঞ্চ হতে পারে।

Honor 90 এর দাম ও লঞ্চ টাইমলাইন প্রকাশ্যে

আইএএনএস দাবি করেছে, অনর ৯০ সেপ্টেম্বরের প্রথমার্ধে উন্মোচন করা হবে। সংবাদসংস্থাটি লঞ্চের সঠিক তারিখটি প্রকাশ করেনি, তবে দাবি করেছে যে ভারতে হ্যান্ডসেটটির দাম হবে প্রায় ৪৫,০০০ টাকা। যদি এটি সত্য হয়, তাহলে ভারতে অনর ৯০-কে তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে। কারণ এই সেগমেন্টে ইতিমধ্যেই ওয়ানপ্লাস ১১আর, ওপ্পো রেনো ১০ প্রো, এমনকি লেটেস্ট নাথিং ফোন (২)-এর মতো একাধিক চিত্তাকর্ষক ফোন দেশে উপলব্ধ।

জানিয়ে রাখি, অনর ৯০বর্তমানে ইউরোপে বিক্রি হচ্ছে, যার প্রারম্ভিক মূল্য ৫৫০ ইউরো (প্রায় ৪৯,৫৭০ টাকা)। এটি ১,২০০ পিক্সেল রেজোলিউশন সহ বড় ৬.৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে এবং ৬৬ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারির মতো উল্লেখযোগ্য বৈশিষ্ট্য অফার করে। এটি মিড-রেঞ্জের কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ১ প্রসেসর এবং ২০০ মেগাপিক্সেলের সেন্সর সহ ফ্ল্যাগশিপ ক্যামেরা সেটআপের সাথে এসেছে। অনর ৯০-এর সামনে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং বেশকিছু এআই (AI) এনহ্যানসমেন্ট ফিচারও রয়েছে।

উল্লেখ্য, Honor 90 স্মার্টফোনটি বেশ কিছু উৎকৃষ্ট মানের স্পেসিফিকেশন অফার করে, যা বহু ভারতীয় ক্রেতার দৃষ্টি আকর্ষণ করবে বলে আশা করা যায়। দুর্দান্ত ক্যামেরা সেটআপ সহ আকর্ষণীয় ডিজাইনের ফোনগুলির চাহিদা ভারতে সবচেয়ে বেশি, যা Oppo Reno এবং Vivo V সিরিজের জনপ্রিয়তা দেখেই বোঝা যায়। অনরের ভারতে প্রত্যাবর্তন স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য দুর্দান্ত খবর হতে পারে, কারণ তারা প্রিমিয়াম ফোন বেছে নেওয়ার জন্য আরও বিকল্প পাবেন।