HP Pavilion 15 (2022) ভারতে লেটেস্ট 12th Gen Intel প্রসেসর সহ লঞ্চ হল, দাম জেনে নিন

HP আজ ভারতে HP Pavilion 15 (2022) নামের একটি নতুন ল্যাপটপ লঞ্চ করলো। সংস্থার পোর্টফোলিও অন্তর্গত Pavilion লাইনআপের এই নতুন সদস্যকে ১২তম প্রজন্মের ইন্টেল কোর…

HP আজ ভারতে HP Pavilion 15 (2022) নামের একটি নতুন ল্যাপটপ লঞ্চ করলো। সংস্থার পোর্টফোলিও অন্তর্গত Pavilion লাইনআপের এই নতুন সদস্যকে ১২তম প্রজন্মের ইন্টেল কোর চিপসেট, টেম্পোরাল নয়েজ রিডাকশন (TNR) ফিচার সমর্থিত এইচডি ওয়েবক্যাম, ইন্টিগ্রেটেড অ্যামাজন অ্যালেক্সার মতো একাধিক অ্যাডভান্স ফিচারের সাথে নিয়ে আসা হয়েছে। সর্বোপরি, এই মডেলে অলওয়েজ-অন ব্লু লাইট ফিল্টার সহ একটি আইসেফ-প্রত্যয়িত ডিসপ্লে প্যানেল দেওয়া হয়েছে। প্রসঙ্গত, আলোচ্য ল্যাপটপের পাশাপাশি, Pavilion 14 এবং Pavilion 14 x360 নামের আরো দুটি ল্যাপটপও ঘোষণা করেছে HP। চলুন তাহলে HP Pavilion 15 (2022) ল্যাপটপের দাম ও ফিচার সম্পর্কে খুঁটিনাটি জেনে নেওয়া যাক এবার।

HP Pavilion 15 (2022) দাম ও লভ্যতা

ভারতে, এইচপি প্যাভিলিয়ন ১৫ (২০২২) ল্যাপটপের দাম শুরু হচ্ছে ৬৫,৯৯৯ টাকা থেকে। এটি – ফগ ব্লু, ন্যাচারাল সিলভার এবং ওয়ার্ম গোল্ড কালার ভ্যারিয়েন্টে এসেছে। লভ্যতার কথা বললে, এই মডেলটি বর্তমানে কয়েকটি নির্বাচিত কনফিগারেশনের সাথে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটের (HP.com) মাধ্যমে কেনার জন্য উপলব্ধ। এছাড়া খুব শীঘ্রই দেশ জুড়ে থাকা সংস্থার অন্যান্য অনলাইন এবং অফলাইন চ্যানেলেও এই ল্যাপটপকে বিক্রির জন্য উপলব্ধ করা হবে।

প্রসঙ্গত, এই নতুন মডেলটি ছাড়াও, প্যাভিলিয়ন লাইনআপে – ৫৫,৯৯৯ টাকা প্রারম্ভিক মূল্যের সাথে আসা HP Pavilion 14 AMD, ৫৯,৯৯৯ টাকা মূল্যের Pavilion 15 AMD 5000 সিরিজের ভ্যারিয়েন্ট, ৫৫,৯৯৯ টাকা দামের Pavilion 14 x360 এবং ৬০,৯৯৯ টাকা দামের Pavilion 14 Intel ভ্যারিয়েন্ট ল্যাপটপও সামিল করা হয়েছে।

HP Pavilion 15 (2022) স্পেসিফিকেশন

নবাগত, এইচপি প্যাভিলিয়ান ১৫ (২০২২) ল্যাপটপকে রিসাইকেল বা পুনর্ব্যবহৃত অ্যালুমিনিয়াম এবং ‘ওশান-বাউন্ড’ প্লাস্টিক মেটেরিয়াল ব্যবহার করে ডিজাইন করা হয়েছে। এতে একটি ১৫.৬ ইঞ্চির ডিসপ্লে প্যানেল আছে। এই ডিসপ্লে অলওয়েজ-অন ব্লু লাইট ফিল্টার সাপোর্ট করে, যা ক্ষতিকারক ব্লু লাইটের নির্গমন কমানোর মাধ্যমে ইউজারের আই-সাইট সুরক্ষিত রাখতে সাহায্য করে। অভ্যন্তরীণ স্পেসিফিকেশনের কথা বললে, এইচপি এর এই নয়া ল্যাপটপে এনভিডিয়া জিফোর্স এমএক্স৫৫০ গ্রাফিক্স সহ লেটেস্ট ১২তম প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর, অপারেটিং সিস্টেম হিসাবে এতে সর্বশেষ উইন্ডোজ ১১ পাওয়া যাবে।

অন্যান্য ফিচারের কথা বললে, ভিডিও কল চলাকালীন বাহ্যিক নয়েজ হ্রাস করার জন্য উক্ত ল্যাপটপে টেম্পোরাল নয়েজ রিডাকশন (TNR) ফিচার সমর্থিত একটি এইচডি ওয়েবক্যাম দেওয়া হয়েছে৷ একই সাথে, এই ডিভাইসে ইন্টিগ্রেটেড ডুয়েল অ্যারে ডিজিটাল মাইক্রোফোন এবং একটি ফুল-সাইজ ব্যাকলিট কীবোর্ডও রয়েছে। অন্যদিকে, অডিও ফ্রন্টের ক্ষেত্রে, প্যাভিলিয়ান সিরিজের এই নতুন সদস্যকে ‘ব্যাং অ্যান্ড ওলুফসেন’ অডিও টেকনোলজি সহযোগে নিয়ে আসা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের কথা বললে, HP Pavilion 15 (2022) ল্যাপটপটি একক চার্জে ৮.৭৫ ঘন্টারও অধিক সময় ধরে ব্যাটারি লাইফ অফার করবে বলে দাবি করেছে এইচপি। একই সাথে, ফাস্ট চার্জিং অভিজ্ঞতা প্রদানের জন্য আলোচ্য ল্যাপটপে ‘এইচপি ফাস্ট চার্জ’ টেকনোলজি ব্যবহার করা হয়েছে বলেও জানা গেছে। উপরন্তু, এই লেটেস্ট মডেলের সাথে একটি প্রিলোডেড অ্যাডাপ্টিভ ব্যাটারি অপ্টিমাইজার দেওয়া হয়েছে, যা ব্যাটারির লাইফ বাড়াতে সাহায্য করবে। পরিশেষে, HP Pavilion 15 (2022) ল্যাপটপের ওজন ১.৭৫ কেজি।