Huawei Nova 9 লঞ্চ হল Snapdragon 778G প্রসেসর এবং 50MP ক্যামেরার সাথে, প্রি-অর্ডারে পাবেন ফ্রি-গিফ্ট

চীনের পর এবার ইউরোপে পা রাখল Huawei Nova 9। হুয়াওয়ের তরফ থেকে জানানো হয়েছে, তাদের বিশ্বাস যে স্মার্টফোনটির উদ্ভাবনী ফিচার এবং নজরকাড়া ডিজাইন ইউরোপীয় যুবক-যুবতীদের…

চীনের পর এবার ইউরোপে পা রাখল Huawei Nova 9। হুয়াওয়ের তরফ থেকে জানানো হয়েছে, তাদের বিশ্বাস যে স্মার্টফোনটির উদ্ভাবনী ফিচার এবং নজরকাড়া ডিজাইন ইউরোপীয় যুবক-যুবতীদের খুবই পছন্দ হবে। ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত OLED ডিসপ্লে, Snapdragon 778G প্রসেসর (4G ভার্সন), কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপ, অপ্টিমাইজড গেমিং পারফরম্যান্স – Huawei Nova 9-এর ফিচারগুলির মধ্যে উল্লেখযোগ্য। হ্যান্ডসেটটির খুঁটিনাটি নীচে দেওয়া হল।

Huawei Nova 9 স্পেসিফিকেশন

হুয়াওয়ে নোভা ৯ স্মার্টফোনে একটি ৬.৫৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৩৪০ পিক্সেল) OLED ডিসপ্লে আছে। কার্ভড এজ ডিজাইনের এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ ও টাচ-স্যাম্পলিং রেট ৩০০ হার্টজ। হুয়াওয়ের এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর দেওয়া হয়েছে। এটি ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে।

হুয়াওয়ে নোভা ৯-এর ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (অ্যাপারচার : এফ/১.৯), ৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ক্যামেরা, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স রয়েছে। একইসঙ্গে সেলফি বা ভিডিও চ্যাটিংয়ের জন্য ৩২ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট-ফেসিং সেন্সর দেওয়া হয়েছে (অ্যাপারচার : এফ/২.০)। ৪,৩০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই ফোনে, যা ৬৬ ওয়াট সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Huawei Nova 9 দাম

ইউরোপে হুয়াওয়ে নোভা ৯-এর দাম রাখা হয়েছে ৪৯৯ ইউরো (প্রায় ৪৩,৫০০ টাকা)। প্রি-বুকিংকারীরা ফোনের সাথে একটি বিশেষ উপহার পাবেন। যেমন – জার্মানি থেকে বুক করলে বিনামূল্যে দেওয়া হবে একটি Huawei Freebuds Pro ইয়ারবাডস।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন