পুজোর সেল শুরু, সবচেয়ে কম দামে iPhone 12 ও 13! 20 হাজার টাকার কমে OnePlus 5G ফোন

আগামীকাল অর্থাৎ ২৩শে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে Amazon Great Indian Festival Sale। কিন্তু প্রাইম মেম্বারদের জন্য আজ থেকেই লাইভ করে দেওয়া হয়েছে আলোচ্য সেলটি। যার দৌলতে প্রাইম মেম্বাররা স্মার্টফোন,স্মার্টওয়াচ, স্মার্ট টিভি, ল্যাপটপ সহ অন্যান্য ইলেকট্রনিক্স প্রোডাক্টকে আগাম সেল প্রাইজে কেনার সুযোগ পেয়ে যাবেন। অন্যদিকে, Flipkart Big Billion Days Sale -ও প্লাস মেম্বারদের জন্য আজ থেকেই লাইভ হয়ে গেছে। আর সাধারণ গ্রাহক-বেসের জন্য এই সেলটিকে আজ মধ্যরাত থেকে শুরু হবে। এই সেলের মাধ্যমেও স্মার্টফোন সহ অন্যান্য ইলেকট্রনিক্স পণ্যকে সর্বনিম্ন দামে কেনা যাবে৷ এক্ষেত্রে আপনারা যারা সস্তায় একটি নতুন 4G অথবা 5G স্মার্টফোন কিনতে ইচ্ছুক, তারা আমাদের এই প্রতিবেদন থেকে Amazon Great Indian Festival এবং Flipkart Big Billion Days Sale -এ সর্বাধিক সাশ্রয়ী অফারের সাথে উপলব্ধ মোট ৯টি স্মার্টফোনের তালিকা দেখে নিতে পারেন।

Amazon Great Indian Festival 2022 স্মার্টফোন অফার

১. Apple iPhone 12 : ২০২০ সালে আগত অ্যাপল আইফোন ১২ মডেলের ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে ৪২,৯৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে। অফার হিসাবে, SBI ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে এটি কিনলে ৩,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। এছাড়া পুরোনো মোবাইল আপগ্রেড করে এই নয়া হ্যান্ডসেট কিনলে ১৪,৩৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও মিলবে।

২. Samsung Galaxy S22 5G : ৮৫,৯৯৯ টাকা দামের স্যামসাংয়ের এস-সিরিজের এই স্মার্টফোনকে অ্যামাজনে ৫২,৯৯৯ টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। অফার হিসাবে, SBI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড হোল্ডাররা ধার্য মূল্যের উপর অতিরিক্তভাবে ১,৫০০ টাকার ছাড় পাবেন। পুরোনো মোবাইল পরিবর্তন করে এই স্মার্টফোনটি কেনার ক্ষেত্রে ১৪,৩৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দেওয়া হবে। আর কিস্তিতে টাকা শোধ করতে চাইলে নো-কস্ট ইএমআই বিকল্পও উপলব্ধ থাকছে।

৩. OnePlus Nord CE 2 Lite : আপনি যদি ২০,০০০ টাকার কম দামে একটি নতুন স্মার্টফোন কিনতে চান, তাহলে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলের মাধ্যমে ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট ফোনটি কেনার কথা ভাবতে পারেন। কেননা এটিকে সেলে ১৮,৪৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে। একই সাথে, ৫০০ টাকার কুপন ডিসকাউন্ট এবং ১৪,৩৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্টেরও লাভ ওঠাতে পারবেন গ্রাহকেরা৷

৪. Samsung Galaxy M13 : আপনি যদি প্রাইম মেম্বারদের মধ্যে একজন হন, তাহলে আজই ১৪,৯৯৯ টাকা দামের স্যামসাং গ্যালাক্সি এম১৩ স্মার্টফোনকে মাত্র ৯,৪৯৯ টাকায় হস্তগত করতে পারবেন অ্যামাজন থেকে। অফার হিসাবে, SBI ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহারকারীরা ধার্য মূল্যের উপর ১,০০০ টাকার ছাড় পেয়ে যাবেন। আর এই স্মার্টফোন কেনার সময় পুরোনো হ্যান্ডসেট পরিবর্তন করলে ৮,৯৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস দেওয়া হবে।

৫. iQOO Neo 6 5G : অ্যামাজন আয়োজিত গ্রেড ইন্ডিয়ান ফেস্টিভাল সেলে আইকো নিও ৬ ৫জি স্মার্টফোনকে ২৭,৯৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে। আলোচ্য সেলে এটিকে একটি বান্ডিল এক্সচেঞ্জ অফার সহ তালিকাভুক্ত করা হয়েছে, যার দৌলতে ১৪,৩৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট হস্তগত করা যাবে। এছাড়া, SBI ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে উক্ত ফোনটি কিনলে অতিরিক্তভাবে আরো ২,০০০ টাকা অফ পেয়ে যাবেন আপনারা।

Flipkart Big Billion Days Sale 2022 স্মার্টফোন অফার

৬. Apple iPhone 13 : আপনারা যারা নিজেদের জন্য একটি আইফোন কিনতে ইচ্ছুক, এটাই হল সর্বাধিক উপযুক্ত সময়! কেননা গত বছর আত্মপ্রকাশ করা অ্যাপল আইফোন ১৩ মডেলের ১২৮ জিবি স্টোরেজ মডেলকে ৫৩,৯৯০ টাকায় বিক্রি করা হচ্ছে ফ্লিপকার্টের সেলে। আর পুরোনো মোবাইল আপগ্রেড করে যারা অ্যাপলের এই ফোনটি কিনবেন তাদের ১৬,৯০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস অফার করা হবে। যারপর আলোচ্য মডেলকে অতিশয় কম দামে পকেটস্থ করা সম্ভব হবে। প্রসঙ্গত জানিয়ে রাখি, ১৩ তম প্রজন্মের এই আইফোনের আসল দাম ৬৯,৯০০ টাকা।

৭. Google Pixel 6a : ১২৮ জিবি স্টোরেজ সহ আসা গুগল পিক্সেল ৬এ স্মার্টফোনকে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেল চলাকালীন ৪৩,৯৯৯ টাকার পরিবর্তে মাত্র ৩৪,১৯৯ টাকায় পাওয়া যাবে। এই ফোনের সাথে একাধিক অফার উপলব্ধ। যেমন, Axis এবং ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করার ক্ষেত্রে ১,৫০০ টাকার ডিসকাউন্ট মিলবে। পুরোনো মোবাইল পরিবর্তন করলে আরো ১৬,৯০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস দেওয়া হবে। এছাড়া, ক্রেডিট এবং ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্টকারী প্রত্যেক গ্রাহকদের অতিরিক্তভাবে আরো ২,৫০০ টাকা ছাড় দেবে ফ্লিপকার্ট।

৮. Poco X4 Pro 5G : ৬ জিবি এবং ১২৮ জিবি স্টোরেজের পোকো এক্স৪ প্রো ৫জি স্মার্টফোনকে এখন ১৬,৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। তবে পুরোনো মোবাইল আপগ্রেড করে যদি এই স্মার্টফোন কেনা হয় তাহলে ১৫,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারের লাভ ওঠাতে পারবেন আপনারা। প্রসঙ্গত, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট সজ্জিত এই পোকো হ্যান্ডসেটের উল্লেখিত স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম ২৩,৯৯৯ টাকা।

৯. Realme 9 Pro 5G : আপনি যদি সাশ্রয়ী মূল্যের একটি ৫জি স্মার্টফোন খুঁজে থাকেন, তবে রিয়েলমি ৯ প্রো আপনার জন্য আদর্শ। কেননা ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে উক্ত ফোনের দাম ২১,৯৯৯ টাকার থেকে কমে ১৬,৯৯৯ টাকা হয়ে গেছে৷ আপনারা এই মডেলের সাথে অতিরিক্তভাবে আরো ১৫,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পেয়ে যাবেন।

Subheccha Das Poddar

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

55 mins ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

56 mins ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

2 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

4 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

4 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

5 hours ago