কেন কিনবেন iPhone 14 সিরিজ? এই পাঁচটি কারণে পিছিয়ে iPhone 13

সমস্ত জল্পনা-কল্পনাকে সত্যি করে গত ৭ তারিখ (মানে দিন তিনেক আগে) বিশেষ ইভেন্টে লেটেস্ট iPhone 14 (আইফোন ১৪) সিরিজ এবং আরো একগুচ্ছ ডিভাইস লঞ্চ করেছে টেক জায়ান্ট Apple (অ্যাপল)। কিন্তু লঞ্চ হওয়ার পর এই নেক্সট-জেন আইফোনগুলিকে (নন-প্রো মডেলগুলি) ঘিরে স্মার্টফোনপ্রেমীদের মনে দানা বেঁধেছে একরাশ প্রশ্ন! বলতে গেলে, পূর্বসূরি আইফোন সিরিজের অনুরূপ ডিজাইন এবং প্রায় একইরকম ফিচার (প্রসেসরে ও অন্যান্য) নিয়েই বাজারে পা রেখেছে iPhone 14, iPhone 14 Plus (আইফোন ১৪ প্লাস), iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max মডেল। বিশেষত স্ট্যান্ডার্ড iPhone 13 (আইফোন ১৩) এবং নতুন iPhone 14-এর মধ্যে বিশেষ কোনো তফাৎ খুঁজে পাচ্ছেন না ক্রেতারা; এমনকি এগুলির দামেও ফারাক নেই। বস্তুতই অধিকাংশের মনে প্রশ্ন আসছে যে, iPhone 14 বা iPhone 14 Plus-এর মত নন-প্রো (non-pro) মডেলগুলিতে iPhone 13-এর থেকে কী-ই বা আপগ্রেড পাওয়া যাবে। আবার কেউ কেউ হতাশ হয়ে পুরনো মডেলটিই কেনার পরিকল্পনা করছেন।

সেক্ষেত্রে আপনিও যদি এই দুটির মধ্যে কোনো একটি ভাবনার বশবর্তী হন, তাহলে আমাদের আজকের প্রতিবেদন আপনার ভাবনা কিছুটা বদলে দিতে পারে। কারণ, আমরা আইফোন ১৪ সিরিজের নন-প্রো মডেলগুলিতে উপলব্ধ এমন পাঁচটি ফিচারে কথা বলব, যা আইফোন ১৩-তে নেই৷ শুনে কৌতুহল হচ্ছে তো? তবে চলুন, এখন চটপট এই ফিচারগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক…

iPhone 14 সিরিজের বেস মডেলগুলিতে পাবেন এই পাঁচটি নতুন ফিচার

১. বড় স্ক্রিন: যারা বড় স্ক্রিনের আইফোন কিনতে চান, তারা অ্যাপল কর্তৃক এই বছর লঞ্চ হওয়া অন্যতম নন-প্রো মডেল আইফোন ১৪ প্লাস কেনার জন্য বেছে নিতে পারেন। এতে আছে ৬.৭ ইঞ্চি ডিসপ্লে, যা আইফোন ১৩ (এমনকি নতুন স্ট্যান্ডার্ড আইফোন ১৪-তেও) মডেলে দেখা যাবে। তবে যেখানে দাম কমার পর আইফোন ১৩ সম্প্রতি ৬৯,৯০০ টাকায় বিক্রি হচ্ছে, সেক্ষেত্রে অপেক্ষাকৃত বড় স্ক্রিনের আইফোন ১৪ প্লাস কিনতে ৮৯,৯০০ টাকা ব্যয় করতে হবে।

২. উন্নত জিপিউ (GPU): ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে, পুরনো আইফোন ১৩ এবং নতুন আইফোন ১৪, আইফোন ১৪ প্লাস – সমস্ত মডেলই একই প্রসেসর মানে এ১৫ (A15) বায়োনিক চিপসেট দ্বারা চালিত হয়। কিন্তু এখানেও দুটি সিরিজের ফোনের মধ্যে একটি ছোট্ট পার্থক্য আছে। আসলে আইফোন ১৩ সিরিজের নন-প্রো হ্যান্ডসেটগুলিতে দেওয়া হয়েছিল ৪ কোর (4-core) জিপিউ, কিন্তু সদ্য লঞ্চ হওয়া আইফোন ১৪ এবং ১৪ প্লাস মডেল ৫ কোর জিপিউয়ের সাথে এসেছে।

৩. ক্র্যাশ ডিটেকশন (Crash detection): লেটেস্ট আইফোন ২০২২ লাইনআপে অ্যাপল, ক্র্যাশ ডিটেকশন নামের নতুন ফিচার যুক্ত করেছে। এটি কোনো গাড়ি দুর্ঘটনা শনাক্ত করতে এবং জরুরী পরিষেবার জন্য পরিচিতিগুলিকে প্রয়োজনীয় বিশদ যেমন লোকেশন জাতীয় তথ্য শেয়ার বা অবহিত করতে সক্ষম হবে। তবে ক্র্যাশ ডিটেকশন ফিচার শুধুমাত্র তখনই কার্যকরী হবে, যখন আইফোন ইউজার গাড়িতে থাকবেন।

৪. ফ্রন্ট ক্যামেরায় অটোফোকাস: আইফোন ১৩-র মতই আইফোন ১৪-র নন-প্রো মডেলগুলি একই রিয়ার ক্যামেরা সেটআপ বহন করে। তবে এই নতুন ফোনগুলির ফ্রন্ট ক্যামেরায় সামান্য পরিবর্তন দেখা যাবে, কেননা এটিতে এখন ১২ মেগাপিক্সেল সেন্সরের সাথে অটোফোকাস সাপোর্ট পাওয়া যাবে। এই ফিচার দূরত্ব এবং আশেপাশের পরিবেশ নির্বিশেষে ক্যামেরাকে স্বয়ংক্রিয়ভাবে ফোকাস করতে সাহায্য করবে।

৫. নতুন কালার ভ্যারিয়েন্ট: যারা নতুন আইফোন ১৪ বা ১৪ প্লাস কিনবেন, তারা এখন বেগুনি রঙের একটি কালার ভ্যারিয়েন্ট বিকল্প হিসেবে পাবেন। এই রঙের মডেল আইফোন ১৩ সিরিজে নেই।

Anwesha Nandi

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

24 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

31 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

40 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

51 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago