ডাউনলোড স্পিডে ফের শীর্ষে Jio, আপলোড স্পিডে নম্বর ওয়ান Vi, জানাল TRAI

5G -লঞ্চের প্রাকপর্বে গ্রাহকদের উন্নত পরিষেবা সরবরাহের ধারা অক্ষুণ্ণ রাখলো রিলায়েন্স জিও (Reliance Jio) ও ভিআই (Vi)। সম্প্রতি এই অগ্রণী টেলকোদ্বয় সেরা ইন্টারনেট স্পিড প্রদানে অন্য সব সংস্থাকে পিছনে ফেলেছে। যদিও এই প্রথম নয় বরং দীর্ঘদিন ধরেই উক্ত Reliance Jio এবং Vi ইউজারদের যথাক্রমে সেরা ডাউনলোড ও আপলোড গতি প্রদান করে আসছে। জুন মাসেও এর কোনও অন্যথা হয়নি। কেন্দ্রীয় টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই (TRAI) -এর নিজস্ব MySpeed পোর্টাল থেকে প্রাপ্ত তথ্য বলছে – জুন মাসে উপভোক্তাদের একটানা পঞ্চমবার সর্বোচ্চ ডাউনলোড গতি প্রদানের মাধ্যমে Jio এক নতুন রেকর্ড কায়েম করেছে। অন্যদিকে Vi -ও প্রায় নিয়মিতভাবে গ্রাহকদের সর্বাধিক আপলোড স্পিড সরবরাহ করে আসছে, যা সংস্থাটির পক্ষে যথেষ্ট ইতিবাচক ব্যাপার।

জুন মাসে গড় ডাউনলোড ও আপলোড গতি প্রদানে কে কোন অবস্থানে দেখে নিন

ট্রাইয়ের নিজস্ব MySpeed পোর্টাল থেকে প্রাপ্ত ডেটা অনুযায়ী, জুন মাসে রিলায়েন্স জিও, ভিআই, এয়ারটেল ও বিএসএনএল, ইউজারদের যথাক্রমে ২২.১, ১৬.৪, ১৪.৪ এবং ৫.৫ এমবিপিএসের গড় ডাউনলোড গতি সরবরাহ করেছে। এক্ষেত্রে জিও অন্য সকলের চেয়ে এগিয়ে থাকলেও, কার্যকর 4G নেটওয়ার্কের অভাবে রাষ্ট্রায়ত্ত ভারত সঞ্চার নিগম লিমিটেড পূর্বের থেকে আরো খারাপ ফলাফল তুলে ধরেছে।

অন্যদিকে গ্রাহকদের গড় আপলোড গতি প্রদানের ব্যাপারে সবচেয়ে এগিয়ে রয়েছে ভিআই। জুন মাসে তারা গ্রাহকদের সর্বোচ্চ ৭.৮ এমবিপিএসের গড় আপলোড স্পিড সরবরাহ করেছে। সেক্ষেত্রে ৭.২, ৫.৮ এবং ৪.৩ এমবিপিএসের গড় আপলোড গতি প্রদানের নিরিখে ভিআইয়ের ঠিক পরেই স্থান পেয়েছে যথাক্রমে জিও, এয়ারটেল ও বিএসএনএল।

প্রসঙ্গত বলে রাখা আবশ্যক, TRAI কর্তৃক সদ্য প্রকাশিত এই তথ্য সর্বক্ষেত্রে ভারতীয় টেলিকম সেক্টরের সাম্প্রতিক হালহকিকত তুলে নাও ধরতে পারে। সেক্ষেত্রে আমাদের Ookla এবং OpenSignal -এর মতো গতি পরীক্ষকদের ফলাফল সামনে এলে তবেই এ সংক্রান্ত সঠিক ধারণা লাভ করা সম্ভব হবে।