মধ্যবিত্তের বাজেটের কথা ভেবে Dimensity 700 প্রসেসর দিয়ে নতুন ফোন লঞ্চ করবে iQOO

আইকো তাদের পরবর্তী প্রজন্মের Z-সিরিজের স্মার্টফোনগুলির ওপর কাজ করছে বলে জানা গেছে, যার মধ্যে রয়েছে iQOO Z7i নামক একটি এন্ট্রি লেভেল মডেলও। এটি Z7 সিরিজের…

আইকো তাদের পরবর্তী প্রজন্মের Z-সিরিজের স্মার্টফোনগুলির ওপর কাজ করছে বলে জানা গেছে, যার মধ্যে রয়েছে iQOO Z7i নামক একটি এন্ট্রি লেভেল মডেলও। এটি Z7 সিরিজের একটি নতুন বাজেট হ্যান্ডসেট, যা স্ট্যান্ডার্ড এবং সম্ভবত একটি Pro ভ্যারিয়েন্টের সাথে লাইনআপে যুক্ত থাকবে। আর এখন iQOO Z7i-কে গুগল প্লে কনসোল (Google Play Console) সার্টিফিকেশন সাইটে দেখা গেছে, যার তালিকাটি এর কিছু বৈশিষ্ট্য প্রকাশ করেছে। আসুন এগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

iQOO Z7i পেল Google Play Console-এর অনুমোদন

vivo PD2230 মডেল নম্বর সহ আইকো জেড৭আই ফোনটি গুগল প্লে কনসোল (Google Play Console)-এর সাইটে তালিকাভুক্ত হয়েছে। তালিকায় ফোনটির একটি রেন্ডার করা ছবিও প্রকাশিত হয়েছে, যা ওয়াটারড্রপ নচ ডিসপ্লে এবং পুরু চিন সহ হ্যান্ডসেটটিকে প্রদর্শন করেছে। তবে, এই ছবিতে স্মার্টফোনের রিয়ার প্যানেলটি দেখা যায়নি। সার্টিফিকেশন তালিকা অনুযায়ী, আইকো জেড৭আই-এর ডিসপ্লেটি ৭২০ x ১,৬০০ পিক্সেলের এইচডি+ রেজোলিউশন এবং ৩২০ ডিপিআই স্ক্রিন ডেনসিটি অফার করবে।

এছাড়াও, গুগল প্লে কনসোলের লিস্টিংটি প্রকাশ করেছে যে, আইকো জেড৭আই MediaTek MT6833 প্রসেসর দ্বারা চালিত হবে, যার দুটি কর্টেক্স-এ৭৬ কোরের ক্লক স্পিড ২.২ গিগাহার্টজ এবং বাকি ছয়টি কর্টেক্স-এ৫৫ কোর ২ গিগাহার্টজে রান করে। এই তথ্যগুলি নির্দেশ করে যে, জেড৭আই-তে ব্যবহৃত চিপসেটটি আসলে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০।

আসন্ন আইকো হ্যান্ডসেটটিকে ৮ জিবি র‍্যাম সহ তালিকাভুক্ত করা হয়েছে, তবে এটি একাধিক মেমরি কনফিগারেশনের লঞ্চ হতে পারে। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলবে। এই মুহূর্তে আইকো জেড৭আই সম্পর্কে এই তথ্যগুলিই জানতে পারা গেছে। গুগল প্লে কনসোলের তালিকার ওপর ভিত্তি করে অনুমান করা হচ্ছে যে, এটি একটি এন্ট্রি-লেভেল ডিভাইস হিসেবে আসবে এবং আইকো জেড৭ সিরিজের লো-এন্ড মডেল হবে।

উল্লেখ্য, আইকো আগামী ২১ মার্চ ভারতে iQOO Z7 5G লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে৷ এটি একটি ওয়াটারড্রপ নচ যুক্ত অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সক্ষম ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ আসবে বলে নিশ্চিত করা হয়েছে৷ iQOO Z7 সিরিজের স্ট্যান্ডার্ড মডেলটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ প্রসেসর দ্বারা চালিত হবে বলেও জানা গেছে।