Jio Value Pack: জিও লুকিয়ে রেখেছে এই তিনটি দুর্দান্ত প্ল্যান, গুগল পে, ফোনপে-তে খুঁজে পাবেন না

Jio Value Pack: সময়ের সাথে তাল মিলিয়ে গ্রাহকদের সন্তুষ্ট রাখতে ভারতের টেলিকম কোম্পানিগুলি নিজেদের বিভিন্নভাবে আপডেট করছে। কখনও তারা প্রযুক্তি বা পরিষেবাগত দিক দিয়ে নতুন…

Jio Value Pack: সময়ের সাথে তাল মিলিয়ে গ্রাহকদের সন্তুষ্ট রাখতে ভারতের টেলিকম কোম্পানিগুলি নিজেদের বিভিন্নভাবে আপডেট করছে। কখনও তারা প্রযুক্তি বা পরিষেবাগত দিক দিয়ে নতুন কিছু করার চেষ্টা করছে, তো কখনও আবার সর্বসাধারণের চাহিদার কথা মাথায় রেখে সুবিধাজনক রিচার্জ প্ল্যান অফার করছে। এক্ষেত্রে Reliance Jio-র নাম সবসময়ই এগিয়ে থাকে – শীর্ষস্থানীয় এই অপারেটরের পোর্টফোলিওতে ভিন্ন ভিন্ন ধরণের প্ল্যান প্রচুর সংখ্যায় রয়েছে। সাধারণত, সংস্থার বেশিরভাগ প্ল্যানই তাদের অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপ ছাড়াও বিভিন্ন থার্ড পার্টি প্ল্যাটফর্ম থেকে রিচার্জ করা যায়। কিন্তু Jio-র এমন কয়েকটি প্ল্যান আছে যা শুধুমাত্র তাদের অফিসিয়াল প্ল্যাটফর্মেই দৃশ্যমান এবং সেখান থেকেই সেগুলি রিচার্জ করা যায়। এই প্ল্যানগুলি ‘Jio Value Plan’ নামে পরিচিত – যারা বেশি ডেটা ব্যবহার করেননা, তাদের জন্য এগুলি আদর্শ। কারণ এই Jio প্ল্যান রিচার্জে সস্তায় পর্যাপ্ত কলিং, এসএমএস, ডেটার সাথে দীর্ঘ বৈধতার সুবিধা পাওয়া যায়। আপনি কি এইসব প্ল্যান সম্পর্কে অবগত নন? তাহলে অবশ্যই প্রতিবেদনটি পড়ুন।

সস্তায় পুষ্টিকর Jio-র এই তিন প্ল্যান

১. Jio-র ১৫৫ টাকার প্ল্যান: জিও তিনটি ভ্যালু প্ল্যান অফার করে, যার মধ্যে সর্বনিম্ন প্ল্যানের দাম ১৫৫ টাকা। এই প্ল্যানে ২৮ দিনের বৈধতায় মোট ২ জিবি ডেটা, ৩০০টি এসএমএস এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়া যায়। এছাড়া এটি জিও টিভি (Jio TV), জিও সিনেমা (Jio Cinema) এবং জিও ক্লাউড (Jio Cloud)-এর মতো অ্যাপগুলির ফ্রি অ্যাক্সেস দেয়।

২. Jio-র ৩৯৫ টাকার প্ল্যান: ভ্যালু ক্যাটেগরির এই দ্বিতীয় প্ল্যানে তিন মাস মানে ৮৪ দিনের জন্য ৬ জিবি ডেটা এবং ১,০০০টি এসএমএসের সুবিধা পাওয়া যায়। এতেও আনলিমিটেড কলিংয়ের সুবিধা উপলব্ধ। আবার এতে বিভিন্ন জিও অ্যাপ বিনামূল্যে অ্যাক্সেস করা যাবে।

৩. Jio-র ১,৫৫৯ টাকার প্ল্যান: এতে ৩৩৬ দিনের অর্থাৎ পুরো ১১ মাসের বৈধতা পাওয়া যায়। এরই সাথে ২৪ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং ৩,৬০০ এসএমএস পাওয়া যাবে। মিলবে জিওর অ্যাপের ফ্রি অ্যাক্সেসও।

বি:দ্র: Jio-র ৩৯৫ টাকা এবং ১,৫৫৯ টাকা মূল্যের প্যাকগুলির সাথে আনলিমিটেড ৫জি (5G) বেনিফিটও উপলব্ধ।