দাম শুরু মাত্র ৫৮০০ টাকা থেকে, LeTV Y1 Pro লঞ্চ হল ৪ জিবি র‌্যাম সহ

ইলেকট্রনিক্স ডিভাইস প্রস্তুতকারক লিটিভি চীনের বাজারে লঞ্চ করলো তাদের লেটেস্ট এন্ট্রি লেভেল স্মার্টফোন, LeTV Y1 Pro। এই হ্যান্ডসেটে এলসিডি ডিসপ্লে, Unisoc T310 প্রসেসর এবং ৪…

ইলেকট্রনিক্স ডিভাইস প্রস্তুতকারক লিটিভি চীনের বাজারে লঞ্চ করলো তাদের লেটেস্ট এন্ট্রি লেভেল স্মার্টফোন, LeTV Y1 Pro। এই হ্যান্ডসেটে এলসিডি ডিসপ্লে, Unisoc T310 প্রসেসর এবং ৪ জিবি র‍্যাম রয়েছে। আবার এটি ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ এবং এবং ৪,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। উল্লেখযোগ্যভাবে, LeTV Y1 Pro-এ iPhone 13-এর মতো ডিজাইন রয়েছে। এমনকি আইফোনের মতো এতেও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই, তবে একটি ফেস আনলক বায়োমেট্রিক ফিচার উপস্থিত রয়েছে। চলুন এই নতুন হ্যান্ডসেটটির দাম, ফিচার ও সকল স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক।

লিটিভি ওয়াই১ প্রো-এর মূল্য এবং লভ্যতা (LeTV Y1 Pro Price and Availability)

চীনের মার্কেটে লিটিভি ওয়াই১ প্রো-এর ৪ জিবি র‍্যাম + ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৪৯৯ ইউয়ান (প্রায় ৫,৮০০ টাকা)। আবার এর ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং টপ-এন্ড ৪ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলগুলি যথাক্রমে ৬৯৯ ইউয়ান (প্রায় ৮,৫১০ টাকা) এবং ৮৯৯ ইউয়ান (প্রায় ১০,৫০০ টাকা) মূল্যে কেনা যাবে। ডিভাইসটি মিডনাইট ব্ল্যাক, স্টার ব্লু এবং স্টার হোয়াইট- এই তিনটি কালার অপশনে বেছে নেওয়া যাবে। লিটিভি ফোনটি আগামী মাসে বাজারে কেনার জন্য উপলব্ধ হবে বলে আশা করা হচ্ছে।

লিটিভি ওয়াই১ প্রো-এর স্পেসিফিকেশন (LeTV Y1 Pro Specifications)

ডুয়েল-সিমের (ন্যানো) লিটিভি ওয়াই১ প্রো ফোনে ৬.৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে, যা এইচডি+ (৭২০x১,৫৬০ পিক্সেল) রেজোলিউশন অফার করে। পারফরম্যান্সের জন্য, এই ডিভাইসে ইউনিসক টি৩১০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। লিটিভি ওয়াই১ প্রো-এ ৪ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। এটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে রান করে।

ফটোগ্রাফির জন্য, LeTV Y1 Pro-এর রিয়ার প্যানেলে অবস্থিত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি শ্যুটার সহ একটি এআই (AI) ক্যামেরা উপস্থিত রয়েছে। আবার ফোনের সামনে সেলফি এবং ভিডিও কলের জন্য ৫ মেগাপিক্সেলের ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, LeTV Y1 Pro-এ ১০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৪,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়া, এই নয়া এন্ট্রি-লেভেল স্মার্টফোনটির কানেক্টিভিটি অপশনে সামিল রয়েছে ইউএসবি টাইপ-সি পোর্ট এবং ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক। এই লিটিভি ফোনে কোনও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই, তবে নিরাপত্তার জন্য এতে ফেস আনলক ফিচার মিলবে। LeTV Y1 Pro-এর পরিমাপ ১৬৪.৩x৭৭.৭x৯.৫ মিলিমিটার এবং ওজন ২০৮ গ্রাম।