18 জিবি র‌্যাম ও 18K সোনায় মোড়া স্মার্টফোন লঞ্চ হল, রয়েছে 1 টিবি মেমোরি, কত দাম

মেটাভার্স, ক্রিপ্টোকারেন্সি এবং Web3-এর মতো ট্রেন্ডগুলি গত কয়েক বছর ধরে খবরের শিরোনামে আছে এবং এই ক্ষেত্রগুলিতে বিপুল সংখ্যক মানুষ বিনিয়োগ করছে। আর এই জনপ্রিয়তার ফায়দা…

মেটাভার্স, ক্রিপ্টোকারেন্সি এবং Web3-এর মতো ট্রেন্ডগুলি গত কয়েক বছর ধরে খবরের শিরোনামে আছে এবং এই ক্ষেত্রগুলিতে বিপুল সংখ্যক মানুষ বিনিয়োগ করছে। আর এই জনপ্রিয়তার ফায়দা তুলতে লন্ডনের ফ্ল্যাগশিপ স্মার্টফোন কোম্পানি, Vertu আজ একটি মোবাইল বাজারে আনল। Metavertu নামের এই ফোনটি বিভিন্ন দিক থেকে নজর কাড়বে। তবে এর সবচেয়ে উল্লেখযোগ্য বিশেষত্ব অবশ্যই Web3 ফিচারের অন্তর্ভুক্তি।

Metavertu-এর এই বিশেষ ফিচার সম্পর্কে বললে, এটি আপনাকে আপনার নিজস্ব ব্লকচেইন নোড চালাতে এবং শুধুমাত্র একটি ক্লিকের মাধ্যমে ভিজ্যুয়াল ফাইলগুলিকে নন-ফাঞ্জিবল টোকেনে (NFTs) রূপান্তর করতে দেয়।

Metavertu স্মার্টফোনের স্পেসিফিকেশন

নয়া এই ফ্ল্যাগশিপ ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর ব্যবহার করা হয়েছে। পাশাপাশি রয়েছে ১৮ জিবি র‌্যাম ও ১টিবি স্টোরেজ। Metavertu ফোনের সামনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চি বড় অ্যামোলেড ডিসপ্লে দেখা যাবে। আর ফোনটি ৪,৬০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে।

Metavertu স্মার্টফোনের দাম

নয়া এই স্মার্টফোনের দাম অবাক করার মতো। এর এন্ট্রি লেভেল মডেলের মূল্য ৩৬০০ ডলার (প্রায় ৩ লক্ষ টাকা)। আবার টপ মডেলের দাম রাখা হয়েছে ৪১,০০০ ডলার (প্রায় ৩৪ লক্ষ টাকা)। টপ মডেলে রয়েছে ১৮কে সোনা ও হিমালয়ান অ্যালিগেটর লেদার ফিনিশ। এই পাওয়ারফুল স্মার্টফোনটির বিক্রি শুরু হবে ৩ নভেম্বর থেকে।