Categories: Mobiles

Android 13 এর সঙ্গে নতুন MIUI 14 আপডেট ঢুকল Xiaomi-র স্মার্টফোনে, আপনি পেয়েছেন

চলতি বছরে শাওমি (Xiaomi) তাদের অনেকগুলি ডিভাইসে লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩-ভিত্তিক MIUI 14 আপডেট রোলআউট করেছে। স্মার্টফোন ব্র্যান্ডটি ইতিমধ্যেই Xiaomi 12 Pro, Xiaomi Mi 11 Lite 5G এবং Xiaomi 12X-এর মতো হ্যান্ডসেটগুলিতে এই আপডেটটির জন্য ওভার-দ্য-এয়ার বা ওটিএ (OTA) নোটিফিকেশন পাঠিয়েছে। শাওমির আরও ডিভাইস শীঘ্রই MIUI 14 আপডেট পাবে বলে আশা করা হচ্ছে। আর এখন, Mi 11X এবং Mi 11X Pro স্মার্টফোনগুলি ভারতে লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক MIUI 14 আপডেট পেতে শুরু করেছে। এই দুই মডেলের ব্যবহারকারীরা এখন এমআইইউআই-এর নতুন সংস্করণটি উপভোগ করতে পারবেন। আসুন এসম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ভারতে Mi 11X এবং Mi 11X Pro মডেলগুলির জন্য এসে গেছে MIUI 14 আপডেট

লেটেস্ট এমআইইউআই ১৪ আপডেটে এমআই ১১এক্স-এর জন্য জানুয়ারী, ২০২৩ সিকিউরিটি প্যাচ এবং এমআই ১১এক্স প্রো-এর জন্য ফেব্রুয়ারি, ২০২৩ সিকিউরিটি প্যাচ অন্তর্ভুক্ত রয়েছে। এই দুটি হ্যান্ডসেট ২০২১ সালের এপ্রিল মাসে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১২ ইউজার ইন্টারফেসের সাথে লঞ্চ হয়েছিল। এমআই ১১এক্স প্রো এমআই ১১এক্স-এর জন্য এর জন্য এমআইইউআই ১৪ আপডেটের বিল্ড নম্বরটি হল যথাক্রমে V14.0.2.0.TKHINXM৷ ও V14.0.2.0.TKKINXM। সফটওয়্যার আপডেটের চেঞ্জলগের হাইলাইট নীচে আলোচনা করা হল।

• নতুন আপডেটে MIUI কম মেমরি ব্যবহার করে এবং আগের থেকে অনেক বেশি সময়ের জন্য দ্রুত এবং প্রতিক্রিয়াশীল হতে পারে।

• সুপার আইকনগুলি ব্যবহারকারীর হোম স্ক্রিনকে একটি নতুন চেহারা দেবে৷ (সুপার আইকনগুলি ব্যবহার করতে হলে হোম স্ক্রীন এবং থিমগুলিকে সর্বশেষ সংস্করণে আপডেট করতে হবে।)

• হোম স্ক্রিন ফোল্ডারগুলি ইউজারের সবচেয়ে বেশি প্রয়োজন এমন অ্যাপ্লিকেশনগুলিকে হাইলাইট করবে, যাতে সেগুলিকে মাত্র একটি ট্যাপেই ব্যবহার করা যায়৷

• সেটিংসের সার্চ করার পদ্ধতি নতুন আপডেটে আরও উন্নত হয়েছে। সার্চের ইতিহাস এবং ফলাফলের শ্রেণীবিভাগের সাথে, সবকিছুই আগের সফ্টওয়্যার ভার্সনের থেকে অনেক বেশি আকষর্ণীয় ও সুবিধাজনক হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক আপডেটেড MIUI 14-এর জন্য Mi 11X এবং Mi 11X Pro উল্লেখযোগ্যভাবে দ্রুত হবে এবং স্থির ও প্রতিক্রিয়াশীলভাবে কাজ করবে। ইউজার ইন্টারফেসের এই নতুন সংস্করণের ফলে ব্যবহারকারীরা অতিরিক্ত হোম স্ক্রিন ফিচারগুলি পাবেন। সিস্টেমটি অনেক বেশি সহজবোধ্য হবে, কম মেমরি ব্যবহার করবে এবং আরও দক্ষ হবে। মসৃণ এবং আরও শক্তি-দক্ষ হওয়ার পাশাপাশি, ফোটোনিক ইঞ্জিন আর্কিটেকচার, সিস্টেম অ্যাপ্লিকেশন এবং থার্ড পার্টি অ্যাপ্লিকেশনগুলি সম্পূর্ণভাবে ত্বরান্বিত হবে।

Ananya Sarkar

Share
Published by
Ananya Sarkar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

26 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

33 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

42 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

53 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago