Categories: Mobiles

Samsung, Oppo-কে টেক্কা দিতে কম্প্যাক্ট ফোল্ডেবল ফোন আনছে Motorola, শীঘ্রই লঞ্চ

মোটোরোলা তাদের ফোল্ডেবল লাইনআপের অধীনে নতুন Motorola Razr (2023) লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। স্মার্টফোনটি বাজারে পা রাখার পর, Samsung Galaxy Z Flip 4 এবং Oppo Find N2 Flip এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে আশা করা হচ্ছে। তবে এখন একটি রিপোর্ট থেকে ফোনটির সম্পর্কে নতুন তথ্য সামনে এসেছে। জানা গেছে, এর নামের পাশে ‘+’ চিহ্নটি থাকবে, যা এই প্রথম কোনও Razr সিরিজের মডেলে দেখা যাবে।

Motorola Razr+ (2023) শীঘ্রই লঞ্চ হতে চলেছে

মাইস্মার্টপ্রাইস জানিয়েছে, মোটোরোলা রেজার (২০২৩)-এর নামে একটি প্লাস (+) যুক্ত হবে, যা কোম্পানির রেজার লাইনআপে আগে কখনও দেখা যায়নি। অর্থাৎ এটি মোটোরোলা রেজার প্লাস (২০২৩) নামে আত্মপ্রকাশ করবে এবং XT2321 মডেল নম্বর বহন করবে বলেও শোনা যাচ্ছে। এবং সূত্র মারফৎ জানা গেছে যে, এটি ৩০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে ও এতে ২,৮৫০ এমএএইচ ব্যাটারি থাকবে।

ডিজাইনের ক্ষেত্রে, ফাঁস হওয়া রেন্ডারগুলি দেখিয়েছে যে মোটোরোলা রেজার (২০২৩) ৩.৭ ইঞ্চির কভার ডিসপ্লের সাথে আসবে, যা ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ-এর ৩.২৬ ইঞ্চির স্ক্রিনের চেয়েও খানিকটা বড়। এটি ডিভাইসটির “প্লাস” ব্র্যান্ডিংকে মান্যতা দিতে পারে, কারণ রেজার প্লাস (২০২৩) তার প্রতিযোগীদের তুলনায় আরও উন্নত ইউজার এক্সপেরিয়েন্স প্রদান করবে বলে অনুমান করা হচ্ছে।

এছাড়াও, আরেকটি ফাঁস হওয়া রেন্ডার নির্দেশ করেছে যে ফোনটিতে একটি আন্ডার-ডিসপ্লে ফ্রন্ট ক্যামেরা সেন্সর থাকবে, যা ডিসপ্লেতে একটি নচ বা কাটআউটের প্রয়োজনীয়তা দূর করবে। এটি একটি দুর্দান্ত ফিচারও হতে পারে কারণ কভার স্ক্রিনটি রিয়ার ক্যামেরা ব্যবহার করে সেলফি তোলার জন্য ভিউফাইন্ডার হিসাবে ব্যবহার করার জন্য যথেষ্ট বড়। তবে, Motorola Razr+ (2023)-এ ব্যবহৃত ক্যামেরা লেন্সগুলির বিবরণ এখনও জানা যায়নি। যদিও, সম্প্রতি হ্যান্ডসেটটির একটি লাইভ ফটো ফাঁস হয়েছে, যা এটিকে একটি ডুয়েল-ক্যামেরা সেটআপ এবং তার পাশে একটি এলইডি ফ্ল্যাশ সহ মেরুন-ব্ল্যাক ডুয়েল কালারে প্রদর্শন করেছে৷

যদিও, এই ফোনের অন্যান্য বিবরণ যেমন প্রসেসর এবং ফোল্ডেবল ডিসপ্লের আকার সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে ফাঁস হওয়া বিবরণগুলি ইতিমধ্যেই Razr+ 2023-এর প্রতি মোটোরোলার অনুরাগীদের উৎসাহ কয়েকগুণ বৃদ্ধি করেছে। সামগ্রিকভাবে বলা যায় যে, মোটোরোলার আসন্ন ফোল্ডেবল ডিভাইসটি স্মার্টফোনের বাজারে একটি আকর্ষণীয় সংযোজন হতে চলেছে।

Ananya Sarkar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

27 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

34 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

42 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

53 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago