সস্তায় পাওয়া যাচ্ছে iPhone 14, এখান থেকে কিনলে‌ মিলবে হাজার হাজার ডিসকাউন্ট

Published on:

iPhone 14 iPhone 14 Pro discounts offer

Vijay Sales Big Dussehra Sale: চলমান উৎসবের মরসুমকে কেন্দ্র করে একাধিক সেলের আয়োজন করা হয়েছে। যার মধ্যে কিছু এখনো লাইভ আছে, আবার কিছু ইতিমধ্যেই অন্তিম দিনে পা রেখেছে। এক্ষেত্রে আপনারা যদি এখনো অনলাইন সেলের ফায়দা তুলে না থাকেন, তবে জানিয়ে রাখি সময় ও সুযোগ কিন্তু হাতছাড়া হয়ে যায়নি। কেননা, মুম্বাই ভিত্তিক ইলেক্ট্রনিক্স রিটেল চেইন সংস্থা Vijay Sales তাদের আধিকারিক ওয়েবসাইটে (vijaysales.com) ‘Big Dussehra’ নামের একটি সেলের আয়োজন করেছে। যেখানে, স্মার্টফোন থেকে শুরু করে হোম অ্যাপ্লায়েন্স, এন্টারটেনমেন্ট গ্যাজেট সহ আরও নানাবিধ সেগমেন্টের ইলেক্ট্রনিক্স ডিভাইস আকর্ষণীয় ডিল এবং অফার সহ তালিকাভুক্ত। তবে আজ আমরা আলোচ্য সেলে উপলব্ধ অন্যতম সেরা অফারটির সম্পর্কে জানাবো। লিস্টিং অনুসারে, সেল চলাকালীন Apple অনুরাগীরা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট, ক্যাশব্যাক ও বিবিধ ব্যাঙ্ক কার্ড অফারের সাথে লেটেস্ট iPhone 14 এবং iPhone 14 Pro মডেলকে তুলনায় অনেকটাই সস্তায় কিনতে পারবেন। এক্ষেত্রে ৭৯,৯০০ টাকা মূল্যের iPhone 14 ফোনটিকে ডিসকাউন্ট সহ ৭৪,৯০০ টাকায় পকেটস্থ করা যাবে। আর প্রযোজ্য ব্যাঙ্ক অফারের লাভ ওঠাতে পারলে আরো কয়েক হাজার টাকা সাশ্রয় করতে পারবেন আপনারা।

Vijay Sales আয়োজিত Big Dussehra Sale থেকে এই ব্যাঙ্ক অফারগুলির দৌলতে হাজারো টাকা সাশ্রয় করে কিনে নিন iPhone 14 ও iPhone 14 Pro

বিজয় সেলস -এর অনলাইন স্টোর এবং অফিসিয়াল ওয়েবসাইট (www.vijaysales.com) থেকে গ্রাহকেরা ক্যাশব্যাকের পাশাপাশি একাধিক ব্যাঙ্ক অফারের সাথে অ্যাপল আনীত লেটেস্ট আইফোন ১৪ সিরিজের মডেলগুলিকে ক্রয় করতে পারবেন। যেমন, HDFC ব্যাঙ্কের কার্ডধারীরা ১৫,০০০ টাকার অধিক মূল্যের শপিং করার ক্ষেত্রে ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে ইএমআই ট্রানজ্যাকশনে ৭.৫% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে নন-ইএমআই ট্রানজ্যাকশন করার ক্ষেত্রে ১,৫০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন৷

২০,০০০ টাকার বেশি খরচ করে কেনাকাটা করার পর, ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে ইএমআই ট্রানজ্যাকশনের অধীনে পেমেন্ট করলে ৭.৫% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এবং নন-ইএমআই ট্রানজ্যাকশন করলে ১,৫০০ পর্যন্ত ছাড় অফার করা হবে। একই ভাবে, ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড হোল্ডাররা ইএমআই এবং নন-ইএমআই ট্রানজ্যাকশন করার ক্ষেত্রে ৫,০০০ টাকা অফ পেয়ে যেতে পারেন, যদি ১০,০০০ টাকার অধিক মূল্যের ডিভাইস কেনেন তবেই।

শুধু তাই নয়, ১৫,০০০ টাকা বা তার বেশি দামের গ্যাজেট কিনলে, Kotak Mahindra ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ইএমআই ট্রানজ্যাকশন করার সময় ২,৫০০ টাকা পর্যন্ত ছাড় হস্তাগত করতে পারবেন। অন্যদিকে, HSBC ব্যাঙ্ক নূন্যতম ২০,০০০ টাকার শপিং করার উপর ৭.৫% পর্যন্ত ইএমআই ট্রানজ্যাকশন ডিসকাউন্ট দিচ্ছে৷

Yes ব্যাঙ্কের ক্রেডিট কার্ডধারীরা নন-ইএমআই ও ইএমআই ট্রানজ্যাকশনের ক্ষেত্রে ২,০০০ টাকা পর্যন্ত তাত্ক্ষণিক ছাড় পেয়ে যাবেন। আবার, Bank of Baroda ব্যাঙ্কের তরফ থেকে তাদের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের নূন্যতম ১,৫০০ টাকা এবং সর্বাধিক ৪,৫০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অফার করা হচ্ছে৷

তদুপরি, RuPay ক্রেডিট কার্ডের মাধ্যমে নন-ইএমআই ট্রানজ্যাকশন করলে ধার্য মূল্যের উপর আরো ১,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। আর, IndusInd ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই ট্রানজ্যাকশন করলে ২,০০০ টাকা এবং ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে নন-ইএমআই ট্রানজ্যাকশনের ক্ষেত্রে ১,৫০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে৷

এছাড়া, আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্রো মডেল দুটিকে কেনার সময়ে আপনারা দীর্ঘ মেয়াদি নো-কস্ট ইএমআই অপশন ও এক্সচেঞ্জ অফারের সুবিধাও পেয়ে যাবেন বিজয় সেলসের এই বিক্রয়কার্যে। তবে আগেই বলে দিই, এক্সচেঞ্জ বোনাসের পরিমাণ আপনার বিদ্যমান ফোনের বাহ্যিক অবস্থা ও মডেল নম্বরের উপর ভিত্তি করে নির্ধারিত হবে।

সঙ্গে থাকুন ➥