Nokia G42: রূপে চোখ ধাঁধিয়ে দেবে, গোলাপী রঙের ফোন আনল নোকিয়া, ভারতে আসবে কি

Avatar

Published on:

Nokia G42 Pink Colour Revealed

গত জুনে গ্লোবাল মার্কেটে লঞ্চ করার পর, নোকিয়া সম্প্রতি তাদের নতুন Nokia G42 স্মার্টফোনটিকে আগামী ১১ সেপ্টেম্বরে ভারতে লঞ্চ করার বিষয়টি নিশ্চিত করেছে। তবে এদেশে আসার আগেই, এখন কোম্পানি Qualcomm Snapdragon 480 চিপসেট এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে যুক্ত ডিভাইসটির একটি নতুন ‘পিঙ্ক’ কালার অপশন প্রকাশ করেছে। অর্থাৎ এটি এখন ধূসর এবং বেগুনির পাশাপাশি উজ্জ্বল গোলাপী রঙেও বিশ্ববাজারে পাওয়া যাবে।

Nokia G42-এর So Pink কালার অপশন লঞ্চ

নোকিয়া মোবাইল এক্স (সাবেক টুইটার)-এ নতুন নোকিয়া জি৪২-এর পিঙ্ক (বা সো পিঙ্ক) কালার অপশন সামনে এনেছে। জানিয়ে রাখি, গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়ার সময় নোকিয়া জি৪২ গ্রে (সো গ্রে) এবং পার্পল (সো পার্পল) কালার ভ্যারিয়েন্টে উপলব্ধ ছিল। তবে এই কালার অপশনগুলি ভারতেও পাওয়া যাবে কিনা, তা কোম্পানি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। উল্লেখ্য, গ্লোবাল মার্কেটের মতো নোকিয়া জি৪২ ভারতেও একই স্পেসিফিকেশন অফার করবে বলে আশা করা যায়।

Nokia G42-এর স্পেসিফিকেশন

নোকিয়া জি৪২-এ ৬.৫৬ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে রয়েছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ডিভাইসটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪৮০ প্রসেসরটি রয়েছে। এটি ৪ জিবি এবং ৬ জিবি – এই দুটি র‍্যাম অপশনে উপলব্ধ। এটিও উল্লেখ করার মতো যে, স্মার্টফোনটি ভারতে ১১ জিবি পর্যন্ত র‍্যাম অফার করবে বলে টিজ করা হয়েছে, যার মধ্যে সম্ভবত ফিজিক্যাল র‍্যামের সাথে ভার্চুয়াল র‍্যামও যুক্ত রয়েছে। নোকিয়া জি৪২-এ ১২৮ জিবি স্টোরেজ মিলতে পারে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করে।

ফটোগ্রাফির জন্য, Nokia G42-এর রিয়ার প্যানেলে পিল-আকৃতির ক্যামেরা মডিউল রয়েছে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে। আর ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Nokia G42-এ ২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আর নিরাপত্তার জন্য, হ্যান্ডসেটটির পাওয়ার বাটনে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা রয়েছে।

সঙ্গে থাকুন ➥