স্পোর্টস কারের ছোঁয়া এবার স্মার্টফোনে, OnePlus Ace 2 Pro-এর ছবি ফাঁস হতেই হইচই

Avatar

Published on:

OnePlus Ace 2 Pro Launch Date

OnePlus Ace 2 Pro চলতি মাসে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হবে বলে নিশ্চিত করা হয়েছে। যদিও, ব্র্যান্ডটি এখনও সঠিক লঞ্চের তারিখ প্রকাশ করেনি। তবে ইতিমধ্যেই বিভিন্ন উৎস থেকে এই আসন্ন স্মার্টফোনটির প্রায় সব বৈশিষ্টই সামনে এসেছে। আর আজ, এক সুপরিচিত টিপস্টার OnePlus Ace 2 Pro-এর রেন্ডার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে এর ডিজাইনটি প্রকাশ করেছেন। তিনি নিজে হ্যান্ডসেটটি হাতে নিয়ে দেখার সুযোগ পেয়েছেন বলেও দাবি করেছেন।

ফাঁস হল OnePlus Ace 2 Pro-এর রেন্ডার

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন তার একটি ওয়েইবো পোস্টে আসন্ন ওয়ানপ্লাস এস ২ প্রো-এর রেন্ডার শেয়ার করেছেন। তিনি এও জানিয়েছেন যে, ফ্যাক্টরিতে ডিভাইসটিকে সরাসরি হাতে ধরে দেখার সুযোগও তার হয়েছে। ফাঁস হওয়া ছবিটিতে টাইটানিয়াম গ্রে কালারের ব্যাক প্যানেলের সাথে ফোনটিকে দেখা গেছে। টিপস্টার বলেছেন যে, এই রঙের সাথে হ্যান্ডসেটটিকে স্পোর্টস কারের মতো দেখাচ্ছে। তিনি আরও দাবি করেন যে, ফোনটির টেক্সচার এবং ডিটেইলস ছবির তুলনায় বাস্তবে অনেক ভাল।

তবে, ওয়ানপ্লাস এস ২ প্রো দেখতে অন্য যেকোনও সাম্প্রতিক ওয়ানপ্লাস হাই-এন্ড স্মার্টফোনের মতো হবে। ফ্রেমে প্রসারিত একটি বেস সহ এতে বিশাল বৃত্তাকার ক্যামেরা মডিউল দেখা যাবে। পূর্ববর্তী রিপোর্ট অনুসারে, ডিভাইসটি ইন্ডাস্ট্রি-ফার্স্ট অ্যারোস্পেস-গ্রেড ৩ডি কুলিং সিস্টেম, এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ইউএফএস ৪.০ স্টোরেজের সাথে যুক্ত একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট দ্বারা চালিত হবে। এটি ২৪ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১ টিবি স্টোরেজ সহ বাজারে আসতে পারে।

OnePlus Ace 2 Pro-এর সামনে ১.৫কে রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির ওলেড ডিসপ্লে দেখা যাবে। ফটোগ্রাফির জন্য, এর রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ৩২ মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর অন্তর্ভুক্ত থাকবে। আর ফোনটির সামনে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে৷

এছাড়া, ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৩.১ (ColorOS 13.1) কাস্টম স্কিনে রান করবে এবং ডুয়েল স্টেরিও স্পিকার, একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, একটি অ্যালার্ট স্লাইডার ও একটি আইআর (IR) ব্লাস্টার সহ আসবে। পরিশেষে, পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus Ace 2 Pro-এ ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বড় ৫,৫০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি মিলবে।

সঙ্গে থাকুন ➥