ফিচার্সে ভরপুর Poco F6 Pro পেয়ে গেল FCC-এর ছাড়পত্র, লঞ্চ হতে আর দেরি নেই

Avatar

Published on:

Poco f6 pro FCC listing launch seems imminent

শাওমি (Xiaomi)-অধীনস্থ সুপরিচিত স্মার্টফোন ব্র্যান্ড, পোকো (Poco) আগামী সপ্তাহেই তাদের F6 সিরিজের অধীনে স্ট্যান্ডার্ড Poco F6 এবং Poco F6 Pro লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে Poco F6 Pro সম্প্রতি থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC) সার্টিফিকেশন ডেটাবেসে দেখা গেছে। আর এখন, ফোনটি মার্কিন যুক্তরাষ্ট্রের এফসিসি (FCC) সার্টিফিকেশনে প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে। চলুন দেখে নিই, সেখান থেকে Poco F6 Pro সম্পর্কে কী কী তথ্য উঠে এল।

Poco F6 Pro পেল FCC-এর অনুমোদন

23113RKC6G মডেল নম্বর সহ পোকো এফ6 প্রো ফোনটি মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশনের ডেটাবেসে তালিকাভুক্ত হয়েছে। এর লিস্টিং থেকে জানা গেছে যে, হ্যান্ডসেটটি 4880 এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি অফার করবে। ফোনটি কোম্পানির লেটেস্ট হাইপার ওএস 1.0 সফ্টওয়্যারে চলবে। সঙ্গে 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ ওয়াইফাই নেটওয়ার্ক সাপোর্ট করবে।

এড়া, এফসিসি ডেটাবেস থেকে পোকো এফ6 প্রো-এর স্পেসিফিকেশন সম্পর্কিত কোনও তথ্য সামনে আসেনি। তবে, আসন্ন পোকো এফ6 প্রো-এর মডেল নম্বর, 23113RKC6G রেডমির কে70 ফোনের মডেল নম্বর, 23113RKC6C-এর অনুরূপ। শেষের ‘G’ এবং ‘C’ অক্ষরগুলি গ্লোবাল এবং চীনা ভ্যারিয়েন্টকে বোঝায়। এটি ইঙ্গিত করে যে, পোকো এফ6 প্রো চীনে উপলব্ধ রেডমি কে70-এর রিব্র্যান্ডেড সংস্করণ হিসেবে বিশ্ববাজারে লঞ্চ হবে।

জানিয়ে রাখি, স্ট্যান্ডার্ড Redmi K70 ফোনটি Redmi K70e এবং Redmi K70 Pro-এর সাথে গত বছর নভেম্বরে চীনে আত্মপ্রকাশ করেছিল৷ স্মার্টফোনটি Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর দ্বারা চালিত, যা Adreno 740 জিপিইউ এবং 16 জিবি এলপিডিডিআর5এক্স র‍্যামের সাথে যুক্ত৷ পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi K70 ফোনটি Surge G1 ব্যাটারি ম্যানেজমেন্ট চিপ সহ বড় 5,000 এমএএইচ ব্যাটারি এবং Surge P2 চার্জিং ম্যানেজমেন্ট চিপ সহ 120 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট অফার করে।

এছাড়া, Redmi K70-এর সামনে 2K রেজোলিউশন, 4000 নিট পিক ব্রাইটনেস এবং ডলবি ভিশন সাপোর্ট এবং 120 হার্টজ রিফ্রেশ রেট সহ 6.67 ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে৷ ক্যামেরার ক্ষেত্রে, Redmi K70-এর ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেলের Sony LYTIA 800 সেন্সর, একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর বিদ্যমান৷ আর ফোনের সামনে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করছে। ফোনটির ওজন প্রায় 209 গ্রাম।

সঙ্গে থাকুন ➥