Realme GT 5 Pro ফোনে প্রযুক্তির কামাল, হাতের তালুর ছোঁয়ায় আনলক হবে ফোন

Avatar

Published on:

Realme GT 5 Pro Palm Print Unlock Feature

Realme সম্প্রতি তাদের হোম-মার্কেটে বহুল প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন Realme GT 5 Pro লঞ্চ করেছে। এটি সংস্থার প্রথম ডিভাইস যা কোয়ালকমের সর্বশেষ স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট এবং নতুন টেলিফটো লেন্সের সাথে এসেছে। আবার আলোচ্য মডেলের সাথেই প্রথমবার ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং প্রযুক্তিও অফার করছে Realme। তবে এই ফোনের সবথেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল, ‘অনন্য’ পামপ্রিন্ট আনলক ফিচার। এটা অনেকটা ফেস আনলক ফিচারের মতোই কাজ করে। তবে বায়োমেট্রিক ভ্যারিফিকেশনের জন্য ব্যবহারকারীর মুখের বদলে এটি হাতের চেটো বা তালু স্ক্যান করে।

Realme GT 5 Pro স্মার্টফোনের Palm Print Unlock কীভাবে কাজ করে?

রিয়েলমি জিটি ৫ প্রো স্মার্টফোনের সামনে ৩২ মেগাপিক্সেল সেলফি শুটার দেওয়া হয়েছে। এই ফ্রন্ট ক্যামেরার মাধ্যমেই নতুন প্লাম প্রিন্ট আনলক ফিচার ব্যবহারকারীর হাতের তালুর ছবি তুলবে। তারপর, স্ক্যান করা হাতের তালুর প্যাটার্ন মিল খাচ্ছে কিনা তা পরখ করে দেখবে। যদি মিলে যায় তবে ডিভাইস আনলক হয়ে যাবে।

জানিয়ে রাখি, প্রত্যেকটি মানুষের হাতের তালুর প্যাটার্ন আঙ্গুলের ছাপের মতোই অনন্য। তবে রেগুলার ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সাথে পাম প্রিন্ট আনলক ফিচারের তুলনা করলে, নিরাপত্তার দিক থেকে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যবহার করা অধিক নিরাপদ হবে। যদিও ফেস আনলকের থেকে পাম প্রিন্ট আনলক ফিচার অধিক নিরাপদ প্রমাণিত হয়েছে।

এদিকে, রিয়েলমি তাদের এই নয়া স্মার্টফোনে পাম জেসচার কন্ট্রোল বৈশিষ্ট্যও অফার করছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা – রিসেন্ট অ্যাপ লিস্ট খুলতে, বিভিন্ন অ্যাপের মধ্যে সোয়াইপ করতে এবং স্ক্রিন স্পর্শ না করেও স্ক্রিনশট নিতে পারবেন। মূলত হাত ভেজা বা তৈলাক্ত থাকলে, এই ফিচার সহায়ক প্রমাণিত হতে পারে।

প্রসঙ্গত, LG ব্র্যান্ডটি তাদের G8 ThinQ স্মার্টফোনে ‘হ্যান্ড আইডি’ (Hand ID) নামের একটি অনুরূপ বৈশিষ্ট্য চালু করেছিল, যা ব্যবহারকারীরা হাতের তালু নিরীক্ষণ করে ফোন আনলক করতে পারত। তবে তৎকালীন সময়ে অর্থাৎ ২০১৯ সালে AI এবং ML প্রযুক্তির অধীনে ফোন প্রশিক্ষণ করার উপায় ছিল না বলে এই ফিচার ততটা ভালো পারফরম্যান্স প্রদান করতে পারেনি।

সঙ্গে থাকুন ➥