Vivo S18e এর মার্কেটে এন্ট্রি, অ্যামোলেড ডিসপ্লে, সুপার ফাস্ট চার্জিং সহ রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা, দাম কত

Avatar

Published on:

Vivo S18e launched

Vivo আজ চীনে Vivo S18 সিরিজ লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে Vivo S18, Vivo S18 Pro এর পাশাপাশি Vivo S18e মডেল তিনটি এসেছে। শেষের ফোনটি তুলনায় সস্তা এবং এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ প্রসেসর, ৪,৮০০ এমএএইচ ব্যাটারি ও ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে পাওয়া যাবে। আসুন Vivo S18e এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Vivo S18e এর দাম

ভিভো এস১৮ই এর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ২,০৯৯ ইউয়ান (প্রায় ২৪,৯০০ টাকা) এবং ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২,২৯৯ ইউয়ান (প্রায় ২৭,৩০০ টাকা)। ভিভো এস১৮ই স্টারি নাইট ব্ল্যাক, পার্পেল ও ক্লাউড সাবাই কালারে পাওয়া যাবে।

Vivo S18e এর স্পেসিফিকেশন ও ফিচার

Vivo S18e ফোনে আছে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ১৮০০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ হোল। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি ১২ জিবি LPDDR4X র‌্যাম ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অরিজিন ওএস ৪ কাস্টম স্কিনে চলবে।

ফটোগ্রাফির জন্য Vivo S18e মডেলে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ওআইএস সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ব্লার লেন্স। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪,৮০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট করবে।

সিকিউরিটির জন্য এতে ইন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও ফেস আনলক ফিচার থাকবে। আর কানেক্টিভিটি অপশন হিসেবে এতে পাওয়া যাবে ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট।

সঙ্গে থাকুন ➥