50MP সেলফি ক্যামেরার সঙ্গে আসতে পারে Vivo-র নতুন ফোন, থাকবে বিভিন্ন 5G ব্যান্ড

Avatar

Published on:

Vivo V40 Lite Camera

Vivo V30 5G এবং Vivo V30 Pro 5G এই বছরের শুরুতে বিভিন্ন দেশে লঞ্চ হয়েছে। আবার সম্প্রতি ভিভো জানিয়েছে, ভারতে আগামী ২ মে তারা Vivo V30e ফোনটি উন্মোচন করবে। যদিও চীনা ব্র্যান্ডটি একদিকে তাদের V30 সিরিজ সম্প্রসারণে ব্যস্ত, তবে তারা V40 লাইনআপের ওপরও একইসাথে কাজ করছে বলে শোনা যাচ্ছে। এমনকি, গত মাসে ভিভো ইউরোপে Qualcomm Snapdragon 4 Gen 2 চালিত Vivo V40 SE 5G রিলিজ করেছে। এবার, কোম্পানির নজর Vivo V40 Lite মডেলটি দিকে। এখন ফোনটি ব্লুটুথ এসআইজি (Bluetooth SIG) এবং জিসিএফ (GCF) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে।

Vivo V40 Lite হাজির একাধিক সার্টিফিকেশন সাইটে

V2341 মডেল নম্বর সহ ভিভো ভি৪০ লাইট ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ-এর ডেটাবেসে উপস্থিত হয়েছে। যা নিশ্চিত করেছে যে, ডিভাইসটি ব্লুটুথ ৫.১ সাপোর্ট করবে। অন্যদিকে, একই মডেল নম্বর সহ ভি৪০ লাইট গ্লোবাল সার্টিফিকেশন ফোরাম (GCF)-এর ডেটাবেসে দেখা গিয়েছিল। উল্লেখযোগ্যভাবে, ব্লুটুথ এসআইজি এবং জিসিএফ-এর লিস্টিংয়ে নামের শেষে “5G” কথাটি উল্লেখ করা হয়নি। তবে, জিসিএফ প্রকাশ করেছে যে, এটি n1 / n2 / n3 / n5 / n8 / n20 / n28 / n38 / n40 / n41 / n66 / n77 / n78 -এই 5G ব্যান্ড সাপোর্ট করবে৷

এছাড়া, Vivo V40 Lite-এর বাদবাকি স্পেসিফিকেশন আপাতত অজানাই রয়েছে। ব্লুটুথ এসআইজির ডেটাবেসে উপস্থিত মডেলগুলি সাধারণত প্রায় এক মাসের মধ্যে বাজারে আত্মপ্রকাশ করে থাকে। তাই, সম্ভবত মে বা জুনের শুরুতে ভিভো ভি৪০ লাইট বাজারে পা রাখতে পারে। বলাই বাহুল্য এটি গত বছর ডিসেম্বরে লঞ্চ হওয়া ভিভো ভি৩০ লাইট-এর উত্তরসূরি হবে।

জানিয়ে রাখি, পূর্বসূরি Vivo V30 Lite-এ ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬৭ ইঞ্চির ফুলএইচডি+ অ্যামোলেড (AMOLED) স্ক্রিন রয়েছে যা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাথে ইন্টিগ্রেটেড। এতে Qualcomm Snapdragon 695 চিপসেট রয়েছে, যা ৮ জিবি / ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের সাথে যুক্ত। ফোনটিতে ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৮০০ এমএএইচ ব্যাটারি বিদ্যমান। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস ১৩ (FunTouch OS 13) সফ্টওয়্যার ভার্সনে চলে।

ফটোগ্রাফির জন্য, Vivo V30 Lite-এর রিয়ার প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা রয়েছে। আর ফোনের সামনে সেলফির জন্য ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা অবস্থান করছে।

সঙ্গে থাকুন ➥