Categories: Mobiles

3000 টাকার কমে ভারতে লঞ্চ হল Nokia 130 Music ও Nokia 150 (2023), ফুল চার্জে চলবে 34 দিন

Nokia আজ ভারতের বাজারে দুটি প্রিমিয়াম ফিচার ফোন লঞ্চ করল, যাদের নাম Nokia 130 Music এবং Nokia 150 (2023)। নাম অনুসারে, Nokia 130 Music মডেলটিকে সঙ্গীত প্রেমীদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এতে শক্তিশালী স্পিকার, একটি ইন-বিল্ড MP3 প্লেয়ার এবং শক্তিশালী ব্যাটারি পাওয়া যাবে। অন্যদিকে, Nokia 130 (2023) হল ২০১৭ সালে লঞ্চ হওয়া মূল মডেলের একটি রিফ্রেশড ভার্সন। জানিয়ে রাখি, ২০১৭ সাল ও ২০২০ সালে এর আরো দুটি রিফ্রেশ ভ্যারিয়েন্ট ঘোষণা করা হয়। তবে উত্তরসূরিটির ডিজাইন পূর্বসূরির থেকে সম্পূর্ণ ভিন্ন এবং এটি অতিরিক্তভাবে রিয়ার ক্যামেরা অফার করে। চলুন এবার নতুন Nokia 130 Music এবং Nokia 150 (2023) ফিচার ফোনের দাম, প্রাপ্যতা এবং বিশেষত্ব সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক।

Nokia 130 Music এবং Nokia 150 (2023) এর দাম ও লভ্যতা

ভারতে নোকিয়া ১৩০ মিউজিক মডেলটিকে ডার্ক ব্লু, পার্পেল এবং লাইট গোল্ড কালার অপশনে লঞ্চ করা হয়েছে। যার মধ্যে লাইট গোল্ড ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ১,৯৪৯ টাকা। আর ডার্ক ব্লু এবং পার্পেল বিকল্পকে ১,৮৪৯ টাকায় নিয়ে আসা হয়েছে। অন্যদিকে, নোকিয়া ১৫০ (২০২৩) হ্যান্ডসেটের দাম ২,৬৯৯ টাকা ধার্য করা হয়েছে। এটি – চারকোল, সায়ান এবং রেড কালার অপশনে এসেছে।

লভ্যতার কথা বললে, ক্রেতারা নোকিয়া ইন্ডিয়ার অফিসিয়াল অনলাইন স্টোর, অনলাইন পার্টনার স্টোর এবং অফলাইন রিটেল স্টোর থেকে Nokia 130 Music এবং Nokia 150 (2023) ফোন দুটিকে কিনতে পারবেন।

Nokia 130 Music এর স্পেসিফিকেশন ও ফিচার

নোকিয়া ১৩০ মিউজিক ফিচার ফোনকে বিশেষভাবে সঙ্গীত প্রেমীদের জন্য ডিজাইন করা হয়েছে। যেকারণে ডিভাইসটির ব্যাক প্যানেলে শক্তিশালী স্পিকার সিস্টেম বিদ্যমান থাকছে। এই ফোন ইন-বিল্ট MP3 প্লেয়ার সহ এসেছে, যা ব্যবহারের জন্য একটি মাইক্রোএসডি কার্ড প্রয়োজন। এক্ষেত্রে জানিয়ে রাখি, নোকিয়ার এই নয়া ফোন মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৩২ জিবি পর্যন্ত স্টোরেজ সমর্থন করে। আবার ইউজাররা এতে এফএম রেডিও পেয়ে যাবেন, যা ওয়্যার এবং ওয়্যারলেস উভয় মোডেই চালানো যাবে। নোকিয়া তাদের এই ফোনের সাথে একটি ওয়্যারড হেডফোন বান্ডিল হিসাবে দিচ্ছে।

Nokia 130 Music ফোনে ২.৪-ইঞ্চির QVGA (২৪০x৩২০ পিক্সেল) ডিসপ্লে আছে। নোকিয়া সিরিজ ৩০+ অপারেটিং সিস্টেম চালিত এই মডেলে টি৯ (T9) কীবোর্ড এবং ৪ এমবি অনবোর্ড স্টোরেজ পাওয়া যাবে। সংস্থার দাবি অনুসারে, ইউজাররা ২,০০০টি কন্টাক্ট এবং ৫০০টি এসএমএস সংরক্ষণ করতে পারবেন এতে। পাওয়ার ব্যাকআপের জন্য আলোচ্য ডিভাইসে ১,৪৫০ এমএএইচ ক্যাপাসিটির রিমুভেবল ব্যাটারি রয়েছে, যা ৩৪ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই অফার করে। কানেক্টিভিটি বিকল্প হিসাবে এতে একটি মাইক্রো-ইউএসবি চার্জিং পোর্ট এবং একটি ৩.৫ মিমি অডিও জ্যাক অন্তর্ভুক্ত। এটি স্প্ল্যাশ এবং ধুলো প্রতিরোধের জন্য IP52 রেটিং প্রাপ্ত।

Nokia 150 (2023) এর স্পেসিফিকেশন ও ফিচার

Nokia 150 (2023) মডেলটি প্রিমিয়াম ডিজাইন সহ এসেছে, যা সংস্থার X-সিরিজের হ্যান্ডসেটের কথা মনে করিয়ে দেয়। এই ফিচার ফোনটি তীক্ষ্ণ এজ, কার্ভড টপ ও বটম এবং মেটালিক নেভিগেশন-কী এরিয়া অফার করে। অর্থাৎ এক কথায় বললে, আলোচ্য হ্যান্ডসেটে ক্লাসিক নোকিয়া ডিজাইন লক্ষণীয়। বিশেষত্বের কথা বললে, Nokia 150 (2023) -এর যাবতীয় ফিচার Nokia 130 Music -এর অনুরূপ। পার্থক্য হিসাবে Nokia 150 মডেলের এই ২০২৩ রিফ্রেশড ভার্সনে রিয়ার VGA ক্যামেরা এবং LED ফ্ল্যাশ পাওয়া যাবে।

Subheccha Das Poddar

Recent Posts

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

10 mins ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

18 mins ago

অপেক্ষার অবসান ঘটিয়ে Infinix Note 40 Racing লঞ্চ হল ভারতে, পাবেন 108MP ক্যামেরা

BMW গ্রুপের অংশীদারিত্বে Infinix ভারতের বাজারে লঞ্চ করলো নতুন Infinix Note 40 Pro 5G এবং…

47 mins ago

Uber Cruise: গন্তব্যে পৌঁছে দেবে চালকহীন রোবোট্যাক্সি! যুগান্তকারী পরিষেবা আনছে উবের

মাল্টি-মিলিয়ন ডলারে চুক্তিবদ্ধ হল বিশ্বের বৃহত্তম অ্যাপ নির্ভর ট্যাক্সি পরিষেবা সংস্থা উবের (Uber) এবং প্রখ্যাত…

2 hours ago

Shikhar Dhawan: ক্রিকেটকে বিদায় জানালেও পাঁচটি এমন রেকর্ড যা এখনো শিখরের নামেই রয়েছে

সাম্প্রতিক সময় শিখর ধাওয়ান দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে জায়গা করে নিতে পারছিলেন না। তবে তার…

3 hours ago

Tata Nexon CNG: মারুতিকে চাপে ফেলতে পুজোর আগে আধুনিক গাড়ি লঞ্চ করবে টাটা

Tata Motors তাদের জনপ্রিয় এসইউভি, Nexon-এর CNG ভার্সন পুজোর আগেই লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে।…

3 hours ago