Nokia ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর, এই ৮টি ফোনে আসছে Android 13 আপডেট

Nokia শীঘ্রই তাদের একাধিক ফোনে Android 13 আপডেট পৌঁছে দিতে চলেছে। Nokia XR20 5G, Nokia G50 5G, Nokia G11 Plus, Nokia X20 5G, Nokia X10 5G ডিভাইসগুলি ইতিমধ্যেই গুগল এইএ (অ্যান্ড্রয়েড এন্টারপ্রাইজ সলিউশন) -এ তালিকাভুক্ত হয়েছে এবং অ্যান্ড্রয়েড ১৩ আপডেট পাওয়ার জন্য মান্যতা লাভ করেছে। অন্যদিকে Nokia X30 5G, Nokia C31, Nokia G60 5G ফোন তিনটিও খুব তাড়াতাড়ি এই আপডেট পেতে চলেছে, যেহেতু এগুলিও একই প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত হয়েছে, যদিও এখনো অ্যান্ড্রয়েড ১৩ এর মান্যতা পায়নি।

উল্লেখ্য, স্টক অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত ফোনগুলি কোনো আপডেট পাওয়ার আগে গুগল এইএ প্ল্যাটফর্মে অন্তভুক্ত হয় এবং কোনো ভার্সনের জন্য মান্যতা পায়। সেক্ষেত্রে, Nokia XR20 5G, Nokia G50 5G, Nokia G11 Plus, Nokia X20 5G, Nokia X10 5G ফোনগুলি যে শীঘ্রই নতুন আপডেট পেতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই।

এদিকে IT Homes এর রিপোর্ট অনুযায়ী, মোট আটটি নোকিয়া ফোন অ্যান্ড্রয়েড ১৩ আপডেট পাবে। এগুলি সবই এখন অ্যান্ড্রয়েড ১২ চালিত। তারা তাদের রিপোর্টে উপরে উল্লেখিত পাঁচটি ফোনের পাশাপাশি আরও তিনটি মডেলের নাম প্রকাশ করেছে।

আর এই তিনটি ডিভাইস হল Nokia X30 5G, Nokia C31, Nokia G60 5G। আগেই বলেছি, এগুলিকে ইতিমধ্যেই গুগল অ্যান্ড্রয়েড এন্টারপ্রাইজ সলিউশন প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে ফোনগুলি লেটেস্ট আপডেট পাওয়ার জন্য এখনও মান্যতা পায়নি।