বাজারে আসছে Nothing Phone (2a) Pro? BIS সার্টিফিকেশন সাইট থেকে ছাড়পত্র পেতেই জল্পনা

বিগত কয়েক দিন ধরে কানাঘুষো শোনা যাচ্ছিলো Nothing তাদের লেটেস্ট Phone (2a) ফোনের একটি উন্নততর ভ্যারিয়েন্টের উপর কাজ করছে। যদিও এই খবর কতটা সত্যি তা…

বিগত কয়েক দিন ধরে কানাঘুষো শোনা যাচ্ছিলো Nothing তাদের লেটেস্ট Phone (2a) ফোনের একটি উন্নততর ভ্যারিয়েন্টের উপর কাজ করছে। যদিও এই খবর কতটা সত্যি তা বোঝা যাচ্ছিলো না। আজ ‘ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস’ (BIS) সার্টিফিকেশন সাইটে A142P মডেল নম্বরের সাথে একটি নতুন Nothing হ্যান্ডসেটকে তালিকাভুক্ত হতে দেখে গেল। জানিয়ে রাখি, বিদ্যমান Nothing Phone (2a) -এর মডেল নম্বর A142। ফলে এটা নিশ্চিত হয়ে গেছে যে, আসন্ন ডিভাইসটি এই মডেলেরই উত্তরসূরি হবে। এমনকি বিদ্যমান ও আসন্ন হ্যান্ডসেট দুটির মধ্যে কিছু ফিচারগত মিল থাকছে বলেও জানা গেছে। যদিও বেশ কয়েকটি বিভাগে বড়সড় আপগ্রেড দেখা যাবে।

প্রসঙ্গত BIS সার্টিফিকেশন সাইটে উপস্থিত হওয়ার আগে, Nothing Phone A142P মডেলের রেন্ডার ইমেজ সহ একটি পোস্ট অনলাইনে শেয়ার করা হয়েছিল। যেখানে এটি ‘প্যাকম্যানপ্রো’ (PacManPro) কোডনেমের সাথে আসবে বলে দাবি করা হয়। এক্ষেত্রে কোডনেমে ‘প্রো’ শব্দের ব্যবহার ইঙ্গিত দিচ্ছে যে, আপকামিং হ্যান্ডসেটটি বিদ্যমান Nothing Phone (2a) -এর তুলনায় আরো ভালো হার্ডওয়্যার এবং বেশ কয়েকটি আপগ্রেডেশনের সাথে আসতে পারে।

আসন্ন Nothing স্মার্টফোন নিয়ে ভারত সহ বিশ্ববাসীর উৎসুকতা দিনকেদিন বাড়তেই থাকছে। এক্ষেত্রে হালফিলে X প্ল্যাটফর্মের মাধ্যমে একাধিক নেটিজেন, লেটেস্ট Nothing হ্যান্ডসেটের নাম কী রাখা হবে? এই নিয়ে রীতিমতো আলাপ-আলোচনার ঝড় বইয়ে দিয়েছেন।

এক ব্যক্তি দাবি করেছেন, কোডনেমে ‘প্রো’ শব্দ উপস্থিত থাকায় আসন্ন ফোনটির নাম Nothing Phone (2a) Pro রাখা হবে। আবার অনেকে অনুমান করছেন, Nothing Phone (2a) Plus অথবা Nothing Phone (2a) Improved Version নামের সাথে ডিভাইসটি আত্মপ্রকাশ করবে৷

তবে কার্ল পেই কিন্তু এখনো এই বিষয়ে মুখ খোলেননি। মনে হচ্ছে তিনি ভক্তদের চর্চা উপভোগ করছেন। হয়তো আরো কিছু দিন পর লেটেস্ট Nothing স্মার্টফোনের নাম কী রাখা হবে এবং এর ফিচার কেমন হবে সেই তথ্য প্রকাশ্যে নিয়ে আসা হবে।