১২ জিবি র‌্যামের সাথে ভারতে এল নতুন 5G ফোন Oppo Find X2 এবং Find X2 Pro

অবশেষে ভারতে এল Oppo Find X2 সিরিজ। এই সিরিজে দুটি ফোন আছে Oppo Find X2 এবং Find X2 Pro। গত মার্চ মাসে এই সিরিজকে গ্লোবালি লঞ্চ…

অবশেষে ভারতে এল Oppo Find X2 সিরিজ। এই সিরিজে দুটি ফোন আছে Oppo Find X2 এবং Find X2 Pro। গত মার্চ মাসে এই সিরিজকে গ্লোবালি লঞ্চ করা হয়েছিল। তবে ভারতে করোনা ভাইরাসের কারণে এই সিরিজ আসতে দেরি হল। অপ্পো ফাইন্ড এক্স ২ সিরিজ ২০১৮ সালে লঞ্চ হওয়া অপ্পো ফাইন্ড এক্স এর আপগ্রেড ভার্সন। অপ্পো দাবি করেছে তাদের এই সিরিজ অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে চলা ৫জি ফোনগুলির মধ্যে একটি সেরা ফোন।

Oppo Find X2 এবং Find X2 Pro দাম :

আপাতত এই সিরিজে অপ্পো ফাইন্ড এক্স ২ এর দাম জানা গেছে। এর ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের দাম রাখা হয়েছে ৬৪,৯৯০ টাকা। ফোনটি কালো ও সবুজ রঙে পাওয়া যাবে। এদিকে অপ্পো ফাইন্ড এক্স ২ প্রো এর দাম এখনও জানায়নি কোম্পানি। আশা করা যায় খুব শীঘ্রই এর দাম জানা যাবে।

Oppo Find X2 এবং Find X2 Pro স্পেসিফিকেশন :

অপ্পো ফাইন্ড এক্স ২ সিরিজের দুটি ফোনেই ৬.৬৭ ইঞ্চি QHD+ এমোলেড আলট্রা ভিশন স্ক্রিন আছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্জ। যার রেজুলেশন ৩১৬০x১৪৪০ পিক্সেল। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ হোল। ডিসপ্লের সুরক্ষার জন্য এতে কর্নিং গরিলা গ্লাস ৫ ব্যবহার করা হয়েছে। দুটি ফোনই ৫জি সাপোর্টের সাথে ভারতে এসেছে। সিকিউরিটির জন্য দুটি ফোনে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। দুটি ফোন অ্যান্ড্রয়েড ১০ বেসড কালারওএস ৭.১ ইন্টারফেসে চলে।

অপ্পো ফাইন্ড এক্স ২ সিরিজে স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। অপ্পো ফাইন্ড এক্স ২ প্রো ১২ জিবি র‌্যাম ও ৫১২ জিবি স্টোরেজের সাথে এসেছে। অন্যদিকে ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের সাথে এসেছে অপ্পো ফাইন্ড এক্স ২। ফটোগ্রাফির কথা বললে Find X2 ও Find X2 Pro ফোনের পিছনে তিনটি ক্যামেরা আছে। এর মধ্যে ফাইন্ড এক্স ২ প্রো এর প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৬৮৯ সেন্সর। এছাড়াও আছে ৪৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, ১৩ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফোটো সেন্সর। টেলিফোটো ক্যামেরায় ১০ এক্স হাইব্রিড জুম এবং ৬০ এক্স ডিজিটাল জুম সাপোর্ট করবে। দুটি ফোনের সামনে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে।

আবার Find X2 ফোনের প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৫৮৬ সেন্সর। এছাড়াও আছে ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, ১৩ মেগাপিক্সেল টেলিফোটো সেন্সর। টেলিফোটো ক্যামেরায় ২০ এক্স ডিজিটাল জুম সাপোর্ট করে। Find X2 Pro ফোনে পাবেন ৬৫ ওয়াট সুপার VOOC ২.০ ফ্ল্যাশ চার্জিং সহ ৪,২৬০ এমএএইচ ব্যাটারি। আবার Find X2 ফোনে পাবেন ৬৫ ওয়াট সুপার VOOC ফাস্ট চার্জিং সহ ৪,২০০ এমএএইচ ব্যাটারি। এছাড়াও অপ্পো ফাইন্ড এক্স ২ আইপি৫৪ এবং প্রো ভার্সন আইপি৬৮ রেটিং প্রাপ্ত। দুটি ফোনে ডুয়েল স্টেরিও স্পিকার আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *