১৭ হাজার টাকা থেকে ৫৫ ইঞ্চি পর্যন্ত স্ক্রিন সাইজের সাথে Itel আনলো চারটি স্মার্ট টিভি

এন্ট্রি লেভেল স্মার্টফোন নির্মাতা Itel আজ ভারতে G সিরিজের চারটি স্মার্ট টিভি লঞ্চ করেছে। ৩২-৫৫ ইঞ্চি স্ক্রিন সাইজে আসা এই টিভিগুলির নাম  Itel G3230IE, Itel G4330IE, Itel G4334IE, এবং Itel G5534IE। এই টিভিগুলিতে পাওয়া যাবে ফ্রেমলেস ডিজাইন, ডলবি অডিও সাপোর্ট সহ ২৪ ওয়াট স্পিকার ও ৬০ হার্টজ রিফ্রেশ রেট। এছাড়াও এই টিভিগুলিতে থাকবে ৮ জিবি স্টোরেজ এবং ৪০০ নিটস পিক ব্রাইটনেস।

Itel G সিরিজের টিভি-র দাম

আইটেল এর টিভিগুলির দাম শুরু হয়েছে ১৬,৯৯৯ টাকা থেকে। এই মূল্য রাখা হয়েছে Itel G3230IE মডেলের। আবার Itel G4330IE,মডেলটি কিনতে খরচ করতে হবে ২৮,৪৯৯ টাকা। যদিও অন্য মডেলগুলির দাম আইটেল শেয়ার করেনি। আজ থেকে আইটেলে রিটেল স্টোরগুলির মাধ্যমে এই টিভিগুলির বিক্রি শুরু হবে।

Itel G সিরিজের স্পেসিফিকেশন, ফিচার

টিভিগুলির নাম দেখেই আশা করি বুঝতে পারছেন, Itel G3230IE মডেলটি ৩২ ইঞ্চি স্ক্রিন সাইজ অফার করবে। এইচডি রেডি (১৩৬৬ x ৭৬৮ পিক্সেল) এই টিভিতে ৩,০০০:১ কনট্রাস্ট রেশিও, ১৭০ ডিগ্রি ভিউইং এঙ্গেল পাওয়া যাবে। এটি অ্যান্ড্রয়েড ৯ অপারেটিং সিস্টেমে চলে। আবার Itel G4330IE এবং Itel G4334IE ৪৩ ইঞ্চি স্ক্রিনের সাথে এসেছে। এরমধ্যে প্রথম মডেলটি ফুল এইচডি প্লাস (১৯২০ x ১০৮০ পিক্সেল) ডিসপ্লে, ১৭০ ডিগ্রি ভিউইং এঙ্গেল ও অ্যান্ড্রয়েড ৯ অপারেটিং সিস্টেম সহ এসেছে।

এদিকে দ্বিতীয় মডেলটি 4K রেজোলিউশন (৩৮৪০ x ২১৬০ পিক্সেল) অফার করবে। এতে আছে ১৭৮ ডিগ্রি ভিউইং এঙ্গেল। আবার টিভিটি অ্যান্ড্রয়েড ১০ সিস্টেমে চলবে। সবশেষে ৫৫ ইঞ্চি স্ক্রিন সাইজের মডেলটির নাম Itel G5534IE। এই টিভিটিও ১৭৮ ডিগ্রি ভিউইং এঙ্গেল অফার করবে।

আইটেলের জি সিরিজের টিভিগুলিতে Dolby Audio সাপোর্ট সহ ২৪ ওয়াট স্পিকার, ৬০ হার্টজ রিফ্রেশ রেট, ৪০০ নিটস পিক ব্রাইটনেস, গুগল অ্যাসিস্ট্যান্ট ও ক্রোমকাস্ট সাপোর্ট ও ব্লুটুথ রিমোট আছে। আবার এই টিভিগুলির মাধ্যমে গুগল প্লে স্টোর অ্যাক্সেস করা যাবে।

Itel G3230IE এবং Itel G4330IE টিভি রয়েছে ১ জিবি র‌্যাম, ৮ জিবি স্টোরেজ, দুটি এইচডিএমআই পোর্ট, ইউএসবি পোর্ট, মিনি এভিআই পোর্ট হেডফোন জ্যাক, ওয়াই-ফাই ও ব্লুটুথ। আবার ২ জিবি র‌্যাম, ৮ জিবি স্টোরেজ, তিনটি এইচডিএমআই পোর্ট, দুটি ইউএসবি পোর্ট সহ এসেছে G4334IE এবং Itel G5534IE।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন