শক্তিশালী প্রসেসর, সঙ্গে চমৎকার ক্যামেরা, দেশের বাজার মাতাতে তৈরি Poco X5 Pro

পোকো বর্তমানে গত বছর ফেব্রুয়ারি মাসে লঞ্চ হওয়া Poco X4 Pro-এর উত্তরসূরি মডেলটি লঞ্চ করার জন্য প্রস্তুত হচ্ছে, যা স্বভাবতই Poco X5 Pro নামে বাজারে আত্মপ্রকাশ করবে। এই ডিভাইসটি জানুয়ারির শেষে ভারতের বাজারে পা রাখবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি, একটি রিপোর্টের মাধ্যমে Poco X5 Pro-এর স্পেসিফিকেশনগুলি সম্পর্কে জানা যায়। আর এখন, এই ডিভাইসটি থাইল্যান্ডের এনবিটিসি (NBTC), রাশিয়ার ইইসি (EEC) এবং ভারতের বিআইএস (BIS)-এর মতো গুরুত্বপূর্ণ সার্টিফিকেশন ডেটাবেসে উপস্থিত হয়েছে। এই সার্টিফিকেশনগুলি ফোনটির তাড়াতাড়িই লঞ্চের দিকে ইঙ্গিত করছে। আসুন এখনও পর্যন্ত আপকামিং Poco X5 Pro সম্পর্কে কি কি তথ্য প্রকাশ্যে এসেছে, জেনে নেওয়া যাক।

Poco X5 Pro-কে দেখা গেল একাধিক সার্টিফিকেশন সাইটে

2210132G মডেল নম্বর সহ পোকো এক্স৫ প্রো থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC) এবং ইউরেশান ইকোনমিক কমিউনিটি (EEC)-এর সাইটে তালিকাভুক্ত হয়েছে। আর ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড (BIS)-এর ডেটাবেসে ফোনটিকে 22101320I মডেল নম্বরের সাথে দেখা গেছে, অর্থাৎ এটি এই পোকো হ্যান্ডসেটের ভারতীয় সংস্করণের মডেল নম্বর। পোকো এক্স৫ প্রো-এর এনবিটিসি সার্টিফিকেশন তালিকাটি এর বাণিজ্যিক নামটি নিশ্চিত করেছে। এছাড়া, সার্টিফিকেশনগুলিতে আর কিছুই প্রকাশ করা হয়নি। তবে মডেল নম্বর অনুসারে, পোকো এক্স৫ প্রো হ্যান্ডসেটটি সদ্য চীনে লঞ্চ হওয়া রেডমি নোট ১২ প্রো স্পিড এডিশন-এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ হবে বলে মনে করা হচ্ছে।

Poco X5 Pro-এর সম্ভাব্য স্পেসিফিকেশন

যদি সত্যিই পোকো এক্স৫ প্রো নতুন রেডমি নোট ১২ প্রো স্পিড এডিশনের রিব্র্যান্ডেড সংস্করণ হয়, তাহলে এতে ১,০৮০ x ২,৪০০ পিক্সেলের রেজোলিউশন এবং ১২০ হার্টজ পর্যন্ত অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট সহ ৬.৬৭ ইঞ্চির ফুল-এইচডি+ ওলেড (OLED) ডিসপ্লে থাকবে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর দ্বারা চালিত হবে, যার সাথে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত থাকবে।

ফটোগ্রাফির জন্য, Poco X5 Pro-এ ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। প্রাথমিক সেন্সর ছাড়াও, এতে একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা যুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। এছাড়া, এই পোকো স্মার্টফোনটিতে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য, X5 Pro শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

উল্লেখ্য, Poco X5 Pro-এর স্পেসিফিকেশন Redmi Note 12 SE-এর অনুরূপ হলেও, এর ডিজাইন আলাদা হতে পারে। এরকমটা মনে করা হচ্ছে, কারণ গত বছর পূর্বসূরি Poco X4 Pro-তে নতুন ডিজাইন দেখা গেলেও, এটি একটি রিব্র্যান্ডেড ডিভাইস ছিল।

Ananya Sarkar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

23 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

30 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

38 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

49 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago