১০৮ মেগাপিক্সেল ক্যামেরার সাথে ৫১২ জিবি মেমোরি, Realme 10, Realme 10 Pro+ আর কি কি অফার করবে

রিয়েলমি আগামী মাসেই তাদের বহুল প্রত্যাশিত Realme 10 সিরিজটির ওপর থেকে পর্দা সরাবে বলে নিশ্চিত করা হয়েছে। গত কয়েক মাস ধরে বিভিন্ন রিপোর্ট এবং লিক…

রিয়েলমি আগামী মাসেই তাদের বহুল প্রত্যাশিত Realme 10 সিরিজটির ওপর থেকে পর্দা সরাবে বলে নিশ্চিত করা হয়েছে। গত কয়েক মাস ধরে বিভিন্ন রিপোর্ট এবং লিক থেকে এই লাইনআপে অন্তর্ভুক্ত ডিভাইসগুলি সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে। আর এখন লঞ্চের আগে, এক সুপরিচিত টিপস্টার সিরিজের উচ্চতর Realme 10 Pro+ মডেলের স্পেসিফিকেশনগুলি ফাঁস করেছেন। এর পাশাপাশি, বেস মডেলের স্পেসিফিকেশন এবং এর লাইভ ইমেজও অনলাইনে শেয়ার করা হয়েছে। চলুন এগুলি দেখে নেওয়া যাক।

ফাঁস হল Realme 10 সিরিজের মূল বৈশিষ্ট্যগুলি

টিপস্টার মুকুল শর্মা টুইটারে রিয়েলমি ১০ সিরিজে অন্তর্ভুক্ত ডিভাইসগুলির স্পেসিফিকেশনগুলি শেয়ার করেছেন। তার টুইট অনুযায়ী, স্ট্যান্ডার্ড রিয়েলমি ১০ মডেলটির মাত্র ৮.১ মিলিমিটার পুরু হবে এবং ওজন ১৯০ গ্রাম হবে। এটিতে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে থাকবে, যা ২,৪০০ x ১,০৮০ পিক্সেলের ফুল-এইচডি+ রেজোলিউশন অফার করে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও থাকবে। এই মডেলটি ৪,৮৭০ এমএএইচ ব্যাটারি দ্বারা চালিত হবে এবং একাধিক স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ হবে। রিয়েলমি ১০-এ ৬ জিবি /৮ জিবি/ ১২ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি/ ১২৮ জিবি/ ২৫৬ জিবি/ ৫১২ জিবি স্টোরেজ পাওয়া যাবে।

এছাড়াও, মুকুল শর্মা দাবি করেছেন যে, ডিভাইসটির রিয়ার প্যানেলে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর উপস্থিত থাকবে, যা একটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্সের সাথে যুক্ত হবে। আবার, আরেক জনপ্রিয় টিপস্টার অভিষেক যাদব রিয়েলমি ১০-এর একটি লাইভ ইমেজ শেয়ার করেছেন, যা স্পষ্টতই ফোনটিতে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ সহ একটি গ্লসি ব্যাক প্যানেল প্রদর্শন করেছে। তবে, অভিষেক যাদব অবশ্য দাবি করেছেন যে, এই মডেলটির পিছনে ৫০ মেগাপিক্সেলের প্রধান সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর অবস্থান করবে।

অন্যদিকে, মুকুল শর্মা Realme 10 Pro+ মডেলের কয়েকটি মূল স্পেসিফিকেশনও শেয়ার করেছেন।

টুইট অনুসারে, এটি সম্ভবত লাইনআপের শীর্ষস্থানীয় মডেল হতে চলেছে, যা ৮.১ মিলিমিটার পুরু এবং ওজন মাত্র ১৭২.৫ গ্রাম হবে। এটি ৬.৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লের সাথে আসবে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন অফার করবে। ফটোগ্রাফির জন্য, 10 Pro+-এর রিয়ার প্যানেলে ১০৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে, যার মধ্যে একটি ৮ মেগাপিক্সেলের লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের সেন্সর উপস্থিত থাকবে। আর সেলফির জন্য ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, ডিভাইসটিতে ৪,৮৯০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে মনে করা হচ্ছে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। উল্লেখযোগ্যভাবে, Realme 10 Pro+ রেগুলার মডেলের মতো একই মেমরি কনফিগারেশন অফার করবে।