দীর্ঘ 4 বছর বাদে মিড-রেঞ্জ ফোনে এই ফিচার রাখতে চলেছে Realme, কী বলতে পারবেন?

রিয়েলমি (Realme) বর্তমানে ভারতীয় বাজারে তাদের নতুন স্মার্টফোন লঞ্চের জন্য টিজার শেয়ার করা শুরু করেছে। কোম্পানির ওয়েবসাইটে প্রকাশিত মাইক্রো-সাইট অনুযায়ী, এই আসন্ন হ্যান্ডসেটটিতে একটি পেরিস্কোপ…

রিয়েলমি (Realme) বর্তমানে ভারতীয় বাজারে তাদের নতুন স্মার্টফোন লঞ্চের জন্য টিজার শেয়ার করা শুরু করেছে। কোম্পানির ওয়েবসাইটে প্রকাশিত মাইক্রো-সাইট অনুযায়ী, এই আসন্ন হ্যান্ডসেটটিতে একটি পেরিস্কোপ ক্যামেরা থাকবে। রিয়েলমি এখনও ফোনের নামটি প্রকাশ করেনি, তবে আসন্ন লঞ্চের জন্য ফ্লিপকার্ট (Flipkart)-এর সাইটে লাইভ হওয়া মাইক্রো-সাইট প্রকাশ করেছে যে এটি Realme 12 সিরিজ হবে। এই লাইনআপটি গত প্রজন্মের Realme 11 সিরিজের উত্তরসূরি হিসেবে আসবে, যা গত বছর জুন মাসে ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করেছিল। আসুন এখনও পর্যন্ত Realme 12 সিরিজ সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে, জেনে নেওয়া যাক।

Realme 12 সিরিজের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

যদিও রিয়েলমি ডিভাইসটির নাম প্রকাশ করেনি, তবে ফ্লিপকার্ট মাইক্রো-সাইটটি ইঙ্গিত দিয়েছে যে এটি আসন্ন রিয়েলমি ১২ সিরিজ হতে চলেছে, কারণ ইউআরএল-এ ‘রিয়েলমি ১২ সিরিজ টিজার’ কথাটি রয়েছে। আরও গুরুত্বপূর্ণভাবে, এই সিরিজের মাধ্যমে রিয়েলমির নম্বর সিরিজের হ্যান্ডসেটে পেরিস্কোপ লেন্সের আত্মপ্রকাশ নিশ্চিত করেছে।

এর আগে, রিয়েলমি একটি মিড-রেঞ্জ স্মার্টফোনে পেরিস্কোপ লেন্স ব্যবহার করেছিল। এর নাম রিয়েলমি এক্স৩ সুপারজুম, যেটি ২০২০ সালে লঞ্চ হয়। রিয়েলমির টিজার থেকে বোঝা যায় যে, ব্র্যান্ডটি তাদের আসন্ন নম্বর সিরিজের স্মার্টফোনের সাথে রেডমি নোট ১২ প্রো সিরিজ এবং রেডমি নোট ১৩ প্রো সিরিজকে টেক্কা দেওয়ার পরিকল্পনা করছে। টিজারে বলা হয়েছে ‘বিয়ন্ড ২০০ মেগাপিক্সেল, পেরিস্কোপ ওয়েটস’। জানিয়ে রাখি, রেডমি গত সপ্তাহে ভারতীয় বাজারে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সহ তাদের রেডমি নোট ১৩ প্রো সিরিজটি লঞ্চ করেছে। অর্থাৎ, ইঙ্গিতটি যে রেডমি নোটের দিকে, তা বোঝাই যাচ্ছে।

এছাড়া, রিয়েলমি একটি অফারও ঘোষণা করেছে। যে সব ক্রেতারা Realme 12 সিরিজের জন্য তাদের ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা যুক্ত স্মার্টফোনটি এক্সচেঞ্জ করবেন, তারা বিনামূল্যে ৩,৬৯৯ টাকা মূল্যের Realme Buds Air 5 ইয়ারবাডটি কিনতে পারবেন। যারা আগ্রহী, তারা রিয়েলমি ওয়েবসাইটে গিয়ে তাদের আগ্রহ প্রকাশ করে রেজিস্টার করতে পারেন এবং সুবিধাটি পাওয়ার জন্য যোগ্য হয়ে উঠতে পারেন।

Realme 12 সিরিজের অধীনে স্ট্যান্ডার্ড Realme 12, Realme 12 Pro এবং Realme 12 Pro+ মডেলগুলি লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। তবে কোম্পানি হয়তো পেরিস্কোপ লেন্সটিকে শুধুমাত্র প্রো মডেল, অর্থাৎ Realme 12 Pro এবং Realme 12 Pro+ এর জন্য বরাদ্দ করতে পারে। Realme 12 Pro এবং Realme 12 Pro+ হ্যান্ডসেট দুটিকে সম্প্রতি টেনা (TENAA) সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেছে।

সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, Realme 12 Pro এবং Realme 12 Pro+ যথাক্রমে Qualcomm Snapdragon 6 Gen 1 এবং Qualcomm Snapdragon 7s Gen 2 প্রসেসর দ্বারা চালিত হবে। টেনা সার্টিফিকেশন অনুসারে, এই হ্যান্ডসেটগুলিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ফুলএইচডি+ (২,৪১২ × ১,০৮০ পিক্সেল) রেজোলিউশন সহ ৬.৭ ইঞ্চির কার্ভড অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে প্যানেল থাকবে।

ফটোগ্রাফির ক্ষেত্রে, Realme 12 Pro+-এ ৩x অপটিক্যাল জুম সহ ৬৪ মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স থাকবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে, Realme 12 Pro-তে ২x জুম সহ একটি ৩২ মেগাপিক্সেলের পেরিস্কোপ ক্যামেরা থাকতে পারে। এছাড়াও, এই হ্যান্ডসেটগুলিতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স থাকবে।