আলাদা ফিচার সহ নতুন মার্কেটে লঞ্চ হল Realme 7i

ইন্দোনেশিয়া ও ভারতের পর এবার ইউরোপের মার্কেটে লঞ্চ হল Realme 7i। যদিও এই ফোনটি ভারতে লঞ্চ হওয়া রিয়েলমি ৭ আই থেকে আলাদা স্পেসিফিকেশন সহ এসেছে।…

ইন্দোনেশিয়া ও ভারতের পর এবার ইউরোপের মার্কেটে লঞ্চ হল Realme 7i। যদিও এই ফোনটি ভারতে লঞ্চ হওয়া রিয়েলমি ৭ আই থেকে আলাদা স্পেসিফিকেশন সহ এসেছে। ইউরোপে লঞ্চ হওয়া রিয়েলমি ৭ আই ফোনটির স্পেসিফিকেশনের সাথে Realme Narzo 20 এর স্পেসিফিকেশনে মিল আছে। যেমন এখানে পাবেন মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর, ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ও ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা। এই একই ফিচার আমরা ভারতে লঞ্চ হওয়া রিয়েলমি নারজো ২০ ফোনেও দেখেছিলাম।

Realme 7i এর দাম

রিয়েলমি ৭ আই ফোনটির দাম শুরু হয়েছে ১৪৯ ইউরো (প্রায় ১৩,১০০ টাকা)। এই দাম ফোনটির ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের। এই ফোনটি দুটি কালারে উপলব্ধ – গ্লোরি সিলভার এবং ভিকট্রি ব্লু।

Realme 7i এর স্পেসিফিকেশন

রিয়েলমি ৭ আই ফোনে আছে ৬,০০০ এমএএইচ ব্যাটারি, যার সাথে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। চার্জিংয়ের জন্য এতে ইউএসবি টাইপ সি পোর্ট উপলব্ধ। আবার এতে ব্যবহার করা হয়েছে অক্টা কোর মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। সাথে আছে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে।

Realme 7i ফোনটি ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস (৭২০ x ১৬০০ পিক্সেল) ডিসপ্লে সহ এসেছে। এই ডিসপ্লের আসপেক্ট রেশিও ২০:৯ এবং আসপেক্ট রেশিও ৮৮.৭ শতাংশ। ফোনটির পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরাগুলি হল এফ/১.৮ অ্যাপারচার সহ ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ১১৯ ডিগ্রী ফিলড অফ ভিউ সহ ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স + ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফির জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।