বাজেট ফোনের সংজ্ঞা বদলে যাবে, লঞ্চের আরও কাছে পৌঁছে গেল Realme Note 50

Realme Note সিরিজ শীঘ্রই ইন্দোনেশিয়ায় লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। অনুমান, রিয়েলমি নোট সিরিজের দুটি ফোন বাজারে আসতে পারে – Realme Note 1 এবং Realme…

Realme Note সিরিজ শীঘ্রই ইন্দোনেশিয়ায় লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। অনুমান, রিয়েলমি নোট সিরিজের দুটি ফোন বাজারে আসতে পারে – Realme Note 1 এবং Realme Note 50। গতকাল অনলাইনে ফাঁস হওয়া একটি ইমেজ প্রথমবারের জন্য Realme Note 1-এর অস্তিত্ব নিশ্চিত করেছে এবং কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যও প্রকাশ করেছে। তবে, Realme Note 1 নামটি প্লেসহোল্ডার নাকি সত্যিই আসল নাম, তা এখনও স্পষ্ট নয়। কারণ সম্প্রতি Realme Note 50 নামে একটি ফোন থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC) সাইটে দেখা গেছে। আর এখন ফোনটি সেই নাম আবারও নিশ্চিত করে ব্লুটুথ এসআইজি (Bluetooth SIG) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে হাজির হয়েছে।

Realme Note 50 পেল Bluetooth SIG-এর অনুমোদন

RMX3834 মডেল নম্বর সহ একটি রিয়েলমি ফোন ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (Bluetooth SIG)-এর ছাড়পত্র লাভ করেছে। লিস্টিংটি নিশ্চিত করেছে, সেটি রিয়েলমি নোট ৫০ নামে বাজারে পা রাখবে। রিয়েলমি নোট ১ মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ চিপসেট দ্বারা চালিত একটি মিড-রেঞ্জের ফোন হলেও, নোট ৫০ সাশ্রয়ী মূল্যে আসতে চলেছে বলেই খবর। কেননা এটি সম্প্রতি ইউনিসক টি৬১২ চিপসেট, ৬ জিবি র‌্যাম এবং অ্যান্ড্রয়েড ১৩ ওএস সহ গিকবেঞ্চ (GeekBench) সাইটে স্পট করা গিয়েছে।

অন্যান্য অনলাইন রিপোর্টে দাবি করা হয়েছে যে, Realme Note 50-এ ৬.৬৭ ইঞ্চির এলসিডি প্যানেল থাকবে, যা এইচডি+ রেজোলিউশন অফার করবে। ফটোগ্রাফির জন্য, এতে ১৩ মেগাপিক্সেল + এআই (AI) লেন্স সমন্বিত ডুয়েল রিয়ার ক্যামেরা সিস্টেম অবস্থান করবে। আর ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। ব্যাটারি ও চার্জিংয়ের ক্ষেত্রে, Realme Note 50-এ স্ট্যান্ডার্ড ১০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি অন্তর্ভুক্ত থাকতে পারে।

উল্লেখ্য, রিয়েলমি ইন্দোনেশিয়ার মার্কেটে আগামী ২৪ জানুয়ারি Realme Note 1 ফোনটি লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। সাধারণত যে সমস্ত ডিভাইস ব্লুটুথ এসআইজি-এর ডেটাবেসে উপস্থিত হয়, সেগুলি পরবর্তী এক মাসের মধ্যেই লঞ্চ হয়ে থাকে। তাই, Realme Note 50 ফোনটি আগামী ফেব্রুয়ারি মাস নাগাদ মুক্তি পাবে বলে আশা করা যায়।