নতুন ফোন লঞ্চের আগে বিতর্কে Realme, বিজ্ঞাপনে ভুল তথ্য প্রচারের অভিযোগ

Published on:

Realme only curved display claim p1 pro misleading

রিয়েলমি সম্প্রতি ভারতে তাদের নতুন P-সিরিজের স্মার্টফোন, Realme P1 এবং P1 Pro লঞ্চ করবে বলে ঘোষণা করেছে। কোম্পানি দাবি করেছে যে, P1 Pro “ একমাত্র 20,000 টাকার কম মূল্যের কার্ভড ডিসপ্লে” যুক্ত ফোন হবে এবং স্ট্যান্ডার্ড P1 “15,000 টাকার নীচে প্রথম 120 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে” অফার করবে। তবে, রিয়েলমির এই দাবিগুলি অনলাইনে বিতর্কের সৃষ্টি করেছে। কেউ কেউ আবার রিয়েলমির বিরুদ্ধে বিভ্রান্তিকর মার্কেটিংয়ের অভিযোগ এনেছেন।

Realme-এর P1 সিরিজ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক

গত মার্চ মাসে লঞ্চ হওয়া লাভা মোবাইলের ব্লেজ কার্ভ 5জি ফোনটিকে নিয়েই বিতর্কের সূত্রপাত। এটি 17,999 টাকায় 120 হার্টজ রিফ্রেশ রেট সহ কার্ভড অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে অফার করে। অর্থাৎ, এই লাভা ফোনটি ইতিমধ্যেই সাব-20,000 টাকার সেগমেন্টের মধ্যেই কার্ভড ডিসপ্লে অফার করছে, যেমনটা রিয়েলমি তাদের পি1 প্রো-এর ক্ষেত্রে দাবি করেছে।

যদিও, রিয়েলমি P1 প্রো-এর ডিসপ্লে প্রো-এক্সডিআর সাপোর্ট এবং রেইন ওয়াটার টাচের মতো অতিরিক্ত ফিচার্স অফার করতে পারে। তবে রিয়েলমির মার্কেটিং “20,000 টাকার নীচে একমাত্র কার্ভড ডিসপ্লে”-এর ওপর জোর দেয়, যা লাভা ফোনের অস্তিত্বের ওপর ভিত্তি করে বিভ্রান্তিকর বলে মনে হচ্ছে।

অন্যদিকে, Realme P1-এর ক্ষেত্রে “15,000 টাকার কমে প্রথম 120 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে”-এর দাবিটি অবশ্য বৈধ বলেই মনে হচ্ছে। এই মুহূর্তে, 120 হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে সহ 15,000 টাকার কাছাকাছি মূল্যের একমাত্র ফোন হল Poco X6 Neo, যার দাম 15,999 টাকা। যেহেতু সম্পূর্ণ স্পেসিফিকেশন এখনও প্রকাশ করা হয়নি, তাই Realme P1-এর চূড়ান্ত মূল্য 15,000 টাকার ওপরে হলে এটি পরিবর্তন হতে পারে।

তাই, মার্কেটিংয়ের দাবি বিশ্বাস করার আগে গ্রাহকদের এই বিষয়ে গবেষণা করা গুরুত্বপূর্ণ। প্রযুক্তি সংক্রান্ত খবরের উৎসগুলি পরীক্ষা করা এবং একই দামের রেঞ্জে বিভিন্ন ফোনের স্পেসিফিকেশন তুলনা করে কেনার সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ। Realme P1 এবং P1 Pro দুটিই আগামী 15 এপ্রিল ভারতে লঞ্চ হওয়ার কথা রয়েছে।

সঙ্গে থাকুন ➥