বাজেটের মধ্যে ফাটাফাটি ফিচার নিয়ে ভারতে আসছে Redmi 12, কবে লঞ্চ হবে জেনে নিন

Redmi ভারতীয় বাজারে খুব শীঘ্রই Redmi 12 নামের একটি নয়া স্মার্টফোন উন্মোচন করতে চলেছে বলে কয়েকদিন আগে জানিয়েছিল। আর আজ (১০ই জুলাই) সংস্থাটি আনুষ্ঠানিকভাবে তাদের…

Redmi ভারতীয় বাজারে খুব শীঘ্রই Redmi 12 নামের একটি নয়া স্মার্টফোন উন্মোচন করতে চলেছে বলে কয়েকদিন আগে জানিয়েছিল। আর আজ (১০ই জুলাই) সংস্থাটি আনুষ্ঠানিকভাবে তাদের এই আপকামিং হ্যান্ডসেটের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা করল। Redmi India তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলের মাধ্যমে নিশ্চিত করেছে যে, Redmi 12 স্মার্টফোনকে আগামী ১লা আগস্ট ভারতে লঞ্চ করা হবে।

সংস্থাটি তাদের এই লেটেস্ট স্মার্টফোন মডেলের আগমনের সময়ের পাশাপাশি এর ডিজাইন কিরকম হবে সেই সম্পর্কিত তথ্যও প্রকাশ্যে এনেছে। সর্বোপরি সম্প্রতি রিলিজ করা টিজার পোস্টার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে, Redmi 12 স্মার্টফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের যাবতীয় ফিচার আন্তর্জাতিক বাজারে ইতিমধ্যেই আত্মপ্রকাশ করা সংস্করণের অনুরূপ হবে। তাই চলুন ডিভাইসটির স্পেসিফিকেশন বিস্তারে জেনে নেওয়া যাক।

Redmi 12 স্মার্টফোনের স্পেসিফিকেশন

রেডমি ১২ ভারতে ৬.৭৯-ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে প্যানেল সহ আসবে। এই ডিসপ্লে – ৫৫০ নিট পিক ব্রাইটনেস এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করবে। পারফরম্যান্সের জন্য ডিভাইসে মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর থাকবে। এই হ্যান্ডসেটকে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি অভ্যন্তরীণ স্টোরেজের সাথে পাওয়া যাবে। আবার অপারেটিং সিস্টেম হিসাবে রেডমি ১২ ফোনে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ (MIUI 14) কাস্টম স্কিন প্রি-লোডেড থাকবে। আর নিরাপত্তার জন্য পাওয়ার বাটনেই সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা হয়েছে।

ক্যামেরা বিভাগের ক্ষেত্রে Redmi 12 -এর রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর যুক্ত ট্রিপল ক্যামেরা সেটআপ বিদ্যমান পাওয়া যাবে। আর ডিভাইসের সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপলব্ধ থাকবে। এছাড়া অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, এই ডিভাইস একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক সহ আসবে। এটি জল এবং ধুলো প্রতিরোধের জন্য IP53 রেটিং সার্টিফাইড হবে। পরিশেষে পাওয়ার ব্যাকআপের জন্য Redmi 12 স্মার্টফোনে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হতে পারে।