Ather Rizta: মাত্র 999 টাকায়! নতুন স্কুটার লঞ্চের আগে বিশাল ঘোষণা করল এথার

বর্তমানে কোম্পানির প্রথম ফ্যামিলি ইলেকট্রিক স্কুটার Rizta-র লঞ্চ ঘিরে এথার এনার্জি’র (Ather Energy) অন্দরমহলে চরম ব্যস্ততা। আগামী 6 এপ্রিল বাজারে পা রাখবে এটি। তার আগে সংস্থা মডেলটির অগ্রিম বুকিং চালুর কথা ঘোষণা করল। এজন্য লাগছে মাত্র 999 টাকা। আগ্রহী ক্রেতারা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আসন্ন Ather Rizta বুক করতে পারবেন।

Ather Rizta ইলেকট্রিক স্কুটারের বুকিং শুরু হল

রিজতা-র বেশ কিছু তথ্য টিজারে প্রকাশ করেছে এথার। যেমন এতে সবচেয়ে বড় সিট ব্যবহার করা হচ্ছে। এছাড়া থাকছে টাচস্ক্রিন ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, Google Map, Ather Stack, OTA আপডেট, অল এলইডি লাইটিং। সম্প্রতি জমা জলের মধ্যে দিয়ে স্কুটারটির টেস্টিং চালানো হয়। তাতে আশানুরূপ ফল দেখিয়েছে। গুরুত্বপূর্ণ কোন যন্ত্রেই জল প্রবেশ করতে পারেনি।

Ather Rizta-র টেস্টিং মডেলটির আপাদমস্তক ক্যামোফ্লেজে মোড়ানো অবস্থায় দেখা পাওয়া গেছে। উল্লেখযোগ্য ফিচার্সের তালিকায় রয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, চওড়া ফ্রন্ট টায়ার, চওড়া রিয়ারভিউ মিরর। এর আগে সংস্থার তরফে একটি তাজ্জব করা ভিডিও প্রকাশ করা হয়েছিল। যেখানে দেখা গেছিল রিজতার ব্যাটারি 40 ফুট উঁচু থেকে ফেলে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও এতটুকু ক্ষতি হয়নি ব্যাটারিটির।

একটি সম্পূর্ণ নতুন প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে Rizta, যা 450 সিরিজ প্ল্যাটফর্মের থেকেও বৃহত্তর। আকার আকৃতির দিক থেকেও বেশ হৃষ্টপুষ্ট মডেলটি। স্মার্ট কী বা ওলার মতো প্রক্সিমিটি আনলকের বদলে এতে থাকছে প্রথাগত চাবি। অর্থাৎ যারা পেট্রল স্কুটার ব্যবহারের পর এটি কিনবেন তাদের জন্য বেশ সুবিধাজনক হবে।