Redmi K70 Gaming: নতুন গেমিং স্মার্টফোন আনছে রেডমি, কী কী বৈশিষ্ট্য থাকবে দেখুন

শাওমি (Xiaomi) আজ আনুষ্ঠানিকভাবে একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে ‘Redmi x Automobili Lamborghini Squadra Corse’- এর বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। Redmi K70 x Automobili Lamborghini…

শাওমি (Xiaomi) আজ আনুষ্ঠানিকভাবে একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে ‘Redmi x Automobili Lamborghini Squadra Corse’- এর বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। Redmi K70 x Automobili Lamborghini কো-ব্র্যান্ডেড ডিভাইসটি আজ (২৯ নভেম্বর) রাতে শাওমি অধীনস্থ রেডমি (Redmi) ব্র্যান্ডের দশম-বার্ষিকী উপলক্ষে Redmi K70 সিরিজের লঞ্চ ইভেন্টে অফিসিয়ালি উন্মোচন করা হবে। বিখ্যাত লাক্সারি কার ব্র্যান্ড অটোমোবিলি ল্যাম্বরগিনি-এর সাথে রেডমির নয়া পার্টনারশিপের ফসল হিসেবে Redmi K70-এর বিশেষ গেমিং মডেলটি থেকে কি কি আশা করা হচ্ছে, আসুন জেনে নেওয়া যাক।

Redmi K70 সিরিজের বিশেষ সংস্করণের জন্য জুটি বাঁধবে Automobili Lamborghini-এর সাথে

রেডমি কে৭০-এর জন্য চীনা স্মার্টফোন ব্র্যান্ডটির সাথে ইতালির লাক্সারি স্পোর্টস কার নির্মাতা অটোমোবিলি ল্যাম্বরগিনির এই পার্টনারশিপ, রেডমি কে৫০ সিরিজের জন্য ‘মার্সিডিজ এএমজি পেট্রোনাস এফ১’ টিমের সাথে শাওমির পূর্ববর্তী কো-ব্র্যান্ডিংয়ের ধারা অনুসরণ করে। বিশেষ এই মডেলটি রেডমি কে৫০ গেমিং মার্সিডিজ এএমজি পেট্রোনাস এডিশন নামে পরিচিত, যা গত বছরের ফেব্রুয়ারিতে লঞ্চ হয়েছিল।

যদিও, আসন্ন কো-ব্র্যান্ডেড ডিভাইস সম্পর্কে এখনও কোনও সুনির্দিষ্ট বিশদ বিবরণ সামনে আসেনি, তবে আগের পার্টনারশিপ এই গেমিং-কেন্দ্রিক বিশেষ সংস্করণের ডিভাইস থেকে কী আশা করা যায়, তার ধারণা দেয়। পূর্ববর্তী মার্সিডিজ এএমজি পেট্রোনাস এডিশন গেমিং ডিভাইসটি বেস মডেলের তুলনায় একটি ভিন্ন কালার শেড অফার করে, যা মার্সিডিজ এফ১ গাড়ির কালার স্কিম প্রদর্শন করে। তাছাড়া, এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপ দ্বারা চালিত এবং এতে ৬.৬৭ ইঞ্চির কিউএইচডি+ ডিসপ্লে রয়েছে।

জানিয়ে রাখি, গেমিং সংস্করণ ছাড়াও, Redmi K70 সিরিজে আরও তিনটি মডেল অন্তর্ভুক্ত থাকবে – Redmi K70e, স্ট্যান্ডার্ড Redmi K70 এবং Redmi K70 Pro। এই ডিভাইসগুলি যথাক্রমে MediaTek Dimensity 8300-Ultra, Qualcomm Snapdragon 8 Gen 2 এবং Snapdragon 8 Gen 3 প্রসেসরের সাথে লঞ্চ হবে। লেটেস্ট Snapdragon 8 Gen 3 চিপসেট সমন্বিত Redmi K70 Pro ফোনটি সম্প্রতি ১,০২৪ জিবি স্টোরেজ ও সর্বাধিক ২৪ জিবি র‍্যামের সাথে বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম, গিকবেঞ্চ (Geekbench)-এ উপস্থিত হয়েছিল। উল্লেখযোগ্যভাবে, এটি উজ্জ্বলতর ৪,০০০ নিট ডিসপ্লে অফার করবে।