Vivo Nex 5 আসছে বিশাল বড় 7 ইঞ্চি 2K ডিসপ্লে ও 80W ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত 5000mAh ব্যাটারির সাথে

এই বছরের বহু প্রতীক্ষিত ফোনগুলির মধ্যে একটি হল Vivo NEX 5 (ভিভো নেক্স ৫), যা খুব শীঘ্রই বাজারে আসবে বলে অনুমান করা হচ্ছে। ইতিমধ্যেই ফোনটির ডিজাইন তথা মূল কিছু ফিচার ফাঁস হয়েছে। আজ আবার টিপস্টার বাল্ড পান্ডার জানিয়েছেন, আসন্ন Vivo NEX 5 ফোনে বিশাল ৭ ইঞ্চি পাঞ্চ হোল ডিসপ্লে থাকবে, যার রেজোলিউশন 2K। উপরন্তু, স্মার্টফোনটি ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে

টিপস্টারের আরও দাবি, ২২১ গ্রাম ওজনের এই ভিভো ফোনটি অন্যান্য অনেক গেমিং ফোনের তুলনায় মোটা হবে। হার্ডওয়্যার ফ্রন্টে এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন১ প্রসেসর, ১২ জিবি পর্যন্ত র‌্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ থাকবে। আবার এটি ৫এক্স টেলিফটো লেন্স সহ আসবে।

Vivo NEX 5-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

টিপস্টারের সমস্ত তথ্য একত্রিত করলে বলা যায়, আসন্ন ভিভো নেক্স ৫ ফোনে ৭ ইঞ্চি 2K OLED ডিসপ্লে থাকবে। ফোনটি আর্থ গ্রে এবং নাইট ব্ল্যাক – দুটি রঙের বিকল্পে বেছে নেওয়া যাবে। এছাড়া এই ফোনে পাওয়া যাবে স্ন্যাপড্রাগন ৮ জেন১ প্রসেসর, ১২ জিবি র‌্যাম, ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ। পাওয়ার ব্যাকআপের জন্য ভিভো নেক্স ৫ ফোনে পাওয়া যাবে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

উল্লেখ্য, এখনও ভিভো তার নেক্স ৫ ফোন সম্পর্কে মুখ খোলেনি। তবে যেভাবে হ্যান্ডসেটটির তথ্য ফাঁস হচ্ছে, তাতে বলা যায়, খুব তাড়াতাড়ি এটি বাজারে পা রাখবে।