৫০ টাকার কমে ২৫ জিবি পর্যন্ত ডেটা, কোটি কোটি গ্রাহকের জন্য Airtel, Jio ও Vi এর দুর্দান্ত রিচার্জ প্ল্যান

মোবাইল ডেটার চাহিদা দিনকে দিন বেড়েই চলেছে। ভিডিও স্ট্রিমিং, অনলাইন গেমিং, অফিসের কাজ কিংবা সোশ্যাল মিডিয়া, সব ক্ষেত্রেই প্রয়োজন হয় ইন্টারনেট ডেটার। অনেক সময় রেগুলার প্ল্যানের সাথে পাওয়া দৈনিক ডেটাও পর্যাপ্ত হয় না। এই কারণে প্রয়োজন হয় ডেটা প্যাকের। দেশের তিন বড় টেলিকম কোম্পানি Airtel, Jio ও Vodafone-Idea (Vi) একাধিক ডেটা প্যাক অফার করে। গ্রাহকরা ৫০ টাকারও কম দামের ডেটা প্যাকে ২৫ জিবি পর্যন্ত ডেটা পেতে পারেন। আসুন তিন সংস্থার ৫০ টাকার কমের ডেটা প্যাক সম্পর্কে জেনে নেওয়া যাক।

ভোডাফোন-আইডিয়া (Vi) এর ডেটা প্ল্যান

Vi-এর ৪৯ টাকার ডেটা প্যাকে একদিনের জন্য ২০ জিবি ডেটা পাওয়া যাবে। আবার ৪৮ টাকার আরেকটি প্যাক রয়েছে, এখানে তিনদিনের জন্য ৬ জিবি ডেটা দেওয়া হচ্ছে। উভয় প্যাকেই অতিরিক্ত কোনও সুবিধা নেই।

এয়ারটেলের ডেটা রিচার্জ প্যাক

এয়ারটেলের ৪৯ টাকার ডেটা প্যাকেও একদিনের জন্য ২০ জিবি ডেটা দেওয়া হয়। এই ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেটের গতি কমে গিয়ে ৬৪ কেবিপিএস হয়ে যাবে। সংস্থার ৩৩ টাকার একটি ডেটা প্যাক রয়েছে। এখানে একদিনের জন্য ২ জিবি ডেটা পাওয়া যায়।

জিওর ডেটা প্যাক

জিওর ৪৯ টাকার ডেটা প্যাক একদিনের জন্য ২৫ জিবি ডেটা ব্যবহার করা যাবে। আবার ২৯ টাকার একটি প্যাক আছে, যার মেয়াদ দুইদিন এবং এখানে ২ জিবি ডেটা পাওয়া যাবে।