চীনা নববর্ষ উপলক্ষে স্পেশাল এডিশন ফোন আনছে Redmi, লঞ্চের আগেই ফাঁস হল ছবি

শাওমি (Xiaomi) গত বছর সেপ্টেম্বর মাসে Redmi Note 13 সিরিজ লঞ্চ করেছে। সম্প্রতি ভারতেও পা রেখেছে রেডমির নতুন নোট সিরিজের ফোন। প্রাথমিক লঞ্চের প্রায় চার…

শাওমি (Xiaomi) গত বছর সেপ্টেম্বর মাসে Redmi Note 13 সিরিজ লঞ্চ করেছে। সম্প্রতি ভারতেও পা রেখেছে রেডমির নতুন নোট সিরিজের ফোন। প্রাথমিক লঞ্চের প্রায় চার মাস পরে, এবার কোম্পানিটি Redmi Note 13 Pro মডেলের একটি স্পেশাল এডিশন মডেল বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। আগামী ১০ ফেব্রুয়ারি চীনা নববর্ষ উপলক্ষ্যে আত্মপ্রকাশ করতে পারে এটি। তবে তার আগেই ফোনটির কিছু লাইভ ছবি অনলাইনে ফাঁস হয়েছে। চলুন Redmi Note 13 Pro স্পেশাল এডিশন সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Redmi Note 13 Pro স্পেশাল এডিশন মডেলের লাইভ ইমেজ ফাঁস

চীনা মাইক্রো ব্লগিং ওয়েবসাইট, ওয়েইবো-তে প্রকাশিত লাইভ ইমেজ অনুসারে, ওই ফোনটি আনুষ্ঠানিকভাবে রেডমি নোট ১৩ প্রো ২০২৪ নিউ ইয়ার এডিশন নামে আসবে। এটি কালো অ্যাকসেন্ট সহ উজ্জ্বল লাল রঙে পাওয়া যাবে। ফোনের পিছনের প্যানেলটি লাল এবং ক্যামেরা মডিউল ও ফ্রেমটি কালো। রিটেইল বক্সে সাধারণ রেডমি নোট ১৩ প্রো-এর বক্সের তুলনায় ভিন্ন গ্রাফিক্স রয়েছে। বর্তমানে, বক্সের ভিতরে থাকা আইটেমগুলিও ফোনের মতোই থিমযুক্ত কিনা, সে সম্পর্কে এখনও কোনও তথ্য উপলব্ধ নেই। তবে, স্মার্টফোনটির চীনা নববর্ষের থিম, ওয়ালপেপার, রিংটোন এবং অন্যান্য কাস্টমাইজেশনের সাথে আসার সম্ভাবনা রয়েছে। যদিও রেডমি নোট ১৩ প্রো ২০২৪ নিউ ইয়ার এডিশনের আগমনের জন্য কোনও টিজার প্রকাশ করেনি।

Redmi Note 13 Pro-এর স্পেসিফিকেশন

রেডমি নোট ১৩ প্রো-এ কর্নিং গরিলা গ্লাস ভিকটাস দ্বারা সুরক্ষিত ৬.৬৭ ইঞ্চির সেন্টার্ড পাঞ্চ-হোল ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে, যা ২,৭১২ x ১,২২০ পিক্সেলের ১.৫কে রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২৪০ হার্টজ টাচ স্যাম্পেলিং রেট, ১,৯২০ হার্টজ পিডাব্লিউএম ডিমিং, ১,৮০০ নিট পিক ব্রাইটনেস লেভেল এবং ডলবি ভিশন সাপোর্ট করে। ফোনটিতে উন্নততর পারফরম্যান্সের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর রয়েছে। সফ্টওয়্যারের ক্ষেত্রে, রেডমি নোট ১৩ প্রো অ্যান্ড্রয়েড ১৩-ভিত্তিক মিউ ১৪ কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, Redmi Note 13 Pro-এর পিছনে ট্রিপল ক্যামেরা সিস্টেম রয়েছে, যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট যুক্ত ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর দ্বারা গঠিত। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi Note 13 Pro-এ বড় ৫,১০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে।