Vivo Y200e 5G: মিড-রেঞ্জে আসছে ভিভোর নতুন 5G ফোন, দাম কত হতে পারে দেখে নিন

ভিভো (Vivo) নতুন বছরে তাদের Y-সিরিজের একটি নয়া স্মার্টফোন বাজারে আনার প্রস্তুতি শুরু করেছে, যার নাম Vivo Y200e 5G। ফোনটিকে এখন ব্লুটুথ এসআইজি (Bluetooth SIG) প্ল্যাটফর্মে দেখা গেছে। সার্টিফিকেশনটি হ্যান্ডসেটের বাণিজ্যিক নামের পাশাপাশি এতে থাকা ব্লুটুথ ভার্সনও প্রকাশ করেছে। নাম ইঙ্গিত করছে যে, বৈশিষ্ট্যগত দিক থেকে বর্তমানে বিক্রিত Vivo Y200 5G হ্যান্ডসেটের চেয়ে নীচে থাকতে পারে এটি। চলুন দেখে নিই, Vivo Y200e 5G সম্পর্কে কি কি তথ্য সামনে এল।

Vivo Y200e 5G হাজির Bluetooth SIG ওয়েবসাইটে

V2336 মডেল নম্বর সহ একটি নতুন ভিভো ফোন ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপে তালিকাভুক্ত হয়েছে৷ লিস্টিংটি নিশ্চিত করেছে যে, এটি ভিভো ওয়াই২০০ই ৫জি নামে লঞ্চ হবে। ব্লুটুথ এসআইজি ডেটাবেস থেকে আরও জানা গেছে যে, নতুন ভিভো হ্যান্ডসেট ব্লুটুথ ৫.০ সাপোর্ট করবে। এছাড়া ভিভো ওয়াই২০০ই ৫জি সম্পর্কে আর কিছু জানা যায়নি। তবে বলে রাখি, একই সার্টিফিকেশন প্ল্যাটফর্ম সম্প্রতি দুটি নতুন ভিভো ভি-সিরিজের ফোনের অস্তিত্ব প্রকাশ করেছে, এগুলি হল – ভিভো ভি৩০ এসই (V2349) এবং ভিভো ভি৪০ এসই ৫জি (V2337)৷

Vivo Y200 5G-এর স্পেসিফিকেশন

অনুমান, ভিভো ওয়াই২০০ই ৫জি সম্ভবত ভিভো ওয়াই২০০ ৫জি-এর একটি টোন-ডাউন ভার্সন হবে। প্রসঙ্গত, গত বছর অক্টোবর মাসে আত্মপ্রকাশ করা স্ট্যান্ডার্ড ওয়াই২০০ মডেলটি ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লের সাথে এসেছে, যা ১,০৮০ x ২,৪০০ পিক্সেলের ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। পারফরম্যান্সের জন্য, ওয়াই২০০ ৫জি-তে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ১ চিপসেট রয়েছে, যা ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের সাথে যুক্ত। ভিভো ওয়াই২০০ ৫জি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচ ওএস ১৩ কাস্টম স্কিনে রান করে।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য, Vivo Y200-এর পিছনে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর সমন্বিত ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থিত। পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo Y200-এ ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৮০০ এমএএইচ ব্যাটারি যুক্ত রয়েছে। নিরাপত্তার জন্য, এতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও মিলবে।

এছাড়া, ডিভাইসটিতে আইপি৫৪ (IP54)-রেটেড ধুলো এবং জল-প্রতিরোধী চ্যাসিস রয়েছে। ফোনটি ৭.৭ মিলিমিটার স্লিম এবং ওজন ১৯০ গ্রাম। উল্লেখ্য, Vivo Y200 ভারতে বর্তমানে ২১,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। তাই, সম্ভবত Vivo Y200e 5G-এর দাম ২০,০০০ টাকার মধ্যে থাকতে পারে।