Samsung Galaxy A13 5G: 50MP ট্রিপল ক্যামেরা সহ স্যামসাংয়ের সবচেয়ে সস্তা ফাইভ-জি ফোন লঞ্চ হল

হালে প্রায়ই আলোচনার উঠে এসেছে Samsung Galaxy A13 মডেলটি। শোনা যাচ্ছিল, এখনও পর্যন্ত Galaxy সিরিজের সবচেয়ে সস্তা 5G ফোন হবে এটি। শেষমেষ জল্পনাই সত্যি হল৷…

হালে প্রায়ই আলোচনার উঠে এসেছে Samsung Galaxy A13 মডেলটি। শোনা যাচ্ছিল, এখনও পর্যন্ত Galaxy সিরিজের সবচেয়ে সস্তা 5G ফোন হবে এটি। শেষমেষ জল্পনাই সত্যি হল৷ স্যামসাং চুপিচুপি আমেরিকা যুক্তরাষ্ট্রে Galaxy A13 5G লঞ্চ করেছে৷ ডিভাইসটি বর্তমানে সেখানে উপলব্ধ সবচেয়ে কমদামী গ্যালাক্সি ফাইভ-জি মডেল। গত বছর যাত্রা শুরু করা Samsung Galaxy A12 4G-এর আপগ্রেড ভার্সন হল নতুন Galaxy A13 5G। ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও MediaTek Dimensity 700 প্রসেসর এর হাইলাইটগুলির মধ্যে অন্যতম৷ ভারতীয় মুদ্রায় স্যামসাং গ্যালাক্সি এ১৩ ৫জি-এর দাম প্রায় ১৮,৬৬০ টাকার সমান।

স্যামসাং গ্যালাক্সি এ১৩ ৫জি স্পেসিফিকেশনস ও ফিচার (Samsung Galaxy A13 5G Specifications, Features)

স্যামসাং গ্যালাক্সি এ৩২ এর ডিজাইনের সঙ্গে সদ্য ঘোষিত গ্যালাক্সি এ১৩ ৫জি এর মিল রয়েছে। মুঠোফোনটির ওজন ১৯৫ গ্রাম৷ এটি ৮.৮ মিমি পাতলা। স্যামসাং গ্যালাক্সি এ১৩ ৫জি ফোনের সামনে ৬.৫ ইঞ্চি এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে, যা এইচডি প্লাস (৭২০x১৬০০ পিক্সেল) রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ডিসপ্লের ডিউড্রপ নচের ভিতর ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।

স্যামসাং গ্যালাক্সি এ১৩ ৫জি এর রিয়ার প্যানেলে একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারী সেন্সর, একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর, এবং একটি ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর নিয়ে গঠিত ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। গ্যালাক্সি এ১৩ ৫জি এর ইউএস ভ্যারিয়েন্টে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর দেওয়া হয়েছে। ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজে কনফিগারেশনে এসেছে এই স্মার্টফোন৷ পাশাপাশি মাইক্রোএসডি কার্ড সাপোর্ট রয়েছে।

Samsung Galaxy A13 5G এর ব্যাটারি ক্যাপাসিটি ৫,০০০ এমএএইচ। এতে ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট রয়েছে৷ অ্যান্ড্রয়েড ১১ বেসড ওয়ানইউআই কাস্টম স্কিনে রান করবে ডিভাইসটি। এছাড়া সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সিঙ্গেল স্পিকার, ডুয়ার ব্যান্ড ওয়াইফাই এবং ইউএসবি টাইপ-সি পোর্ট সহযোগে এসেছে Samsung Galaxy A13 5G।

স্যামসাং গ্যালাক্সি এ১৩ ৫জি দাম ও লভ্যতা (Samsung Galaxy A13 5G Price and Availability)

স্যামসাং গ্যালাক্সি এ১৩ ৫জি-এর দাম আমেরিকায় ২৪৯.৯৯ ডলার, টাকার অঙ্কে যা প্রায় ১৮,৬৬০। এই মূল্য ফোনটির ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের। AT&T এবং Samsung.com থেকে আগামীকাল এই ফোনটি কেনা যাবে। যদিও এটি বিশ্বের অন্যান্য দেশগুলিতে কবে লঞ্চ করা হবে, তা জানা যায়নি।