গান-ভিডিয়ো-ছবি রাখার জন্য জায়গার অভাব হবে না, বিশাল স্টোরেজ দিচ্ছে OnePlus

চীনে রিলিজ হওয়া OnePlus 12 ও OnePlus 12R আগামী ২৩ জানুয়ারী বিশ্ববাজারে লঞ্চ হতে চলেছে। চীনের মতো গ্লোবাল ভ্যারিয়েন্টে একই স্পেসিফিকেশন থাকবে বলে আশা করা হচ্ছে। লঞ্চ যত কাছে আসছে, সংস্থাও ফোনগুলির স্পেসিফিকেশন সামনে আনতে শুরু করেছে৷ আর এখন একটি আনঅফিশিয়াল সূত্র থেকে OnePlus 12 এবং 12R-এর স্টোরেজ ভ্যারিয়েন্ট এবং ভারতীয় বাজারে কালার অপশনগুলি প্রকাশ্যে এসেছে৷

OnePlus 12 এবং OnePlus 12R-এর স্টোরেজ ভ্যারিয়েন্ট এবং কালার অপশন

টিপস্টার ঈশান আগরওয়াল দাবি করেছেন, ওয়ানপ্লাস ১২আর-এর বেস ভ্যারিয়েন্টে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ থাকবে। পাশাপাশি ১৬ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টেও পাওয়া যাবে। এটি আয়রন গ্রে এবং কুল ব্লু কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে মধ্যে বেছে নেওয়া যাবে। অন্যদিকে, ফ্ল্যাগশিপ ওয়ানপ্লাস ১২-এর বেস মডেল এখন ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ থাকবে।

গত প্রজন্মের ওয়ানপ্লাস ১১ ফোনটির বেস মডেলটি মাত্র ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ ৫০,০০০ টাকার বেশি মূল্যে লঞ্চ হওয়ায় এই পদক্ষেপটি যথেষ্ট ইতিবাচক। এছাড়াও, ওয়ানপ্লাস ১২ ফোনটি সর্বোচ্চ ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যাবে। ডিভাইসটি ফ্লোয়ি এমারেল্ড এবং সিল্কি ব্ল্যাক কালার অপশনে মিলবে।

উল্লেখ্য, OnePlus 12 হল একটি প্রিমিয়াম গ্রেডের ফ্ল্যাগশিপ ফোন, যেখানে OnePlus 12R (রিব্যাজড Ace 3) মিড-রেঞ্জ ডিভাইস হবে বলে আশা করা হচ্ছে। সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, OnePlus 12-এর প্রারম্ভিক মূল্য ৫৮,০০০ টাকা থেকে ৬০,০০০ টাকার মধ্যে থাকবে, যেখানে OnePlus 12R-এর দাম ৪০,০০০ টাকা থেকে ৪২,০০০ টাকার মধ্যে হতে পারে৷