Samsung Galaxy M15 5G ও Galaxy F15 5G শীঘ্রই বড় ব্যাটারি সহ ভারতে পা রাখছে, পেল BIS থেকে ছাড়পত্র

দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট Samsung হাই-বাজেট সেগমেন্টের অধীনে সম্প্রতি Galaxy A15 5G এবং A25 5G নামের দুটি নয়া হ্যান্ডসেট লঞ্চ করেছিল। তবে এই দুটি মডেল…

দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট Samsung হাই-বাজেট সেগমেন্টের অধীনে সম্প্রতি Galaxy A15 5G এবং A25 5G নামের দুটি নয়া হ্যান্ডসেট লঞ্চ করেছিল। তবে এই দুটি মডেল আত্মপ্রকাশের মাত্র এক মাসের ব্যবধানে খবর মিলেছিল যে, সংস্থাটি তাদের M এবং F সিরিজের অধীনে প্রায় আরো দুটি নয়া স্মার্টফোন ঘোষণার প্রস্তুতি নিচ্ছে। এই খবর যে মিথ্যে নয় তা আজ প্রমাণিত হয়ে গেল। কেননা আজ ‘ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস’ ওরফে BIS সার্টিফিকেশন সাইটের ডেটাবেসে আসন্ন Samsung Galaxy M15 এবং F15 5G স্মার্টফোন দুটিকে খুঁজে পাওয়া গেছে। যা ডিভাইস দুটির এদেশে সত্বর লঞ্চেরই ইঙ্গিত দিচ্ছে।

BIS সার্টিফিকেশন সাইটের লিস্টিং অনুসারে, Samsung Galaxy M15 5G এবং F15 5G স্মার্টফোন দুটি যথাক্রমে SM-M156B ও SM-E156B মডেল নম্বরের সাথে আসবে। যদিও লিস্টিংয়ে ডিভাইস দুটির নাম দেওয়া নেই। তবে মডেল নম্বর দেখে মনে হচ্ছে এগুলি বিদ্যমান Samsung Galaxy M14 এবং F14 ফোনের উত্তরসূরি হবে। যেকারণে ফোন দুটি Galaxy M15 5G এবং F15 5G নামে বাজারে আসবে।

পূর্বে প্রকাশিত কিছু রিপোর্ট অনুসারে, Samsung Galaxy M15 মডেলটি ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত শক্তিশালী ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সহ আত্মপ্রকাশ করতে পারে। এছাড়া মনে করা হচ্ছে যে, আসন্ন দুটি মডেল অর্থাৎ Samsung Galaxy M15 এবং F15 সম্প্রতি লঞ্চ হওয়া Galaxy A15 5G -এর টুইকড সংস্করণ হবে।

যদি সত্যি এমনটা হয় তবে বিদ্যমান ও আসন্ন হ্যান্ডসেটগুলির মধ্যে একাধিক ফিচারগত সদৃশ্যতা নজরে পড়বে। তাই চলুন ফোনগুলির সম্ভাব্য ফিচারের আভাস পেতে Samsung Galaxy A15 5G মডেলের বিশেষত্ব জেনে নেওয়া যাক।

Samsung Galaxy A15 5G এর স্পেসিফিকেশন

Samsung Galaxy A15 5G ফোন ‘কী-আইল্যান্ড’ নামের নতুন ডিজাইনের সাথে এসেছে, যা মূলত পাওয়ার এবং ভলিউম বাটনের জন্য উত্থিত এলাকা অফার করে। এতে ৬.৫-ইঞ্চির ফুল এইচডি প্লাস sAMOLED ইনফিনিটি-ইউ ডিসপ্লে আছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৮০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০+ প্রসেসর এবং মালি জি৫৭-এমপি২ জিপিইউ উপস্থিত। স্টোরেজ হিসাবে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি/২৫৬ জিবি রম মিলবে। যদিও মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ান ইউআই ৫ কাস্টম স্কিন দ্বারা চালিত।

এ-সিরিজের এই ৫জি ফোনে এলইডি ফ্ল্যাশ সহ ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট বর্তমান। এগুলি হল – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (অ্যাপারচার : এফ/১.৮), ৫ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ডেপথ শুটার (অ্যাপারচার : এফ/২.৪)। এদিকে ডিভাইসের সামনে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা (অ্যাপারচার : এফ/২.০) দেওয়া হয়েছে। তদুপরি কানেক্টিভিটির জন্য এতে – ৫জি, ব্লুটুথ ৫.৩, ওয়াই-ফাই ডিরেক্ট, ওয়াই-ফাই (২,৪গিগাহার্টজ ও ৫গিগাহার্টজ), এনএফসি, এবং একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক সামিল রয়েছে। Samsung Galaxy A15 5G স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে। এছাড়া এই ডিভাইসে – সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলকের মতো সিকিউরিটি ফিচার এবং সাইড মনো স্পিকার সিস্টেম বিদ্যমান থাকছে।